Tripura

2 months ago

Dr. Manik Saha:প্লাস্টিকমুক্ত ত্রিপুরা গড়তে জনগণের উদ্দেশ্যে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা

Dr. Manik Saha
Dr. Manik Saha

 

আগরতলা, ২ অক্টোবর  : ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা রাজ্য জুড়ে পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং প্লাস্টিকমুক্ত ত্রিপুরা গড়তে জনগণের কাছে আবেদন জানিয়েছেন। বুধবার আগরতলার উজ্জয়ন্ত প্যালেসে ‘স্বচ্ছতাই সেবা’ অভিযান চলাকালে তিনি এই আহ্বান জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী প্লাস্টিক নির্মূল করার ক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টা এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে পরিবেশ সুরক্ষার জন্য সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। ডাঃ সাহা মহালয়া এবং আসন্ন দুর্গাপূজা উৎসব উপলক্ষে জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।মহালয়া প্রসঙ্গে তিনি বলেন, মহালয়া প্রতি বছর একটি অনন্য অনুভূতি নিয়ে আসে। যা দুর্গা পূজার আগমনের সংকেত দেয় এবং সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য অত্যন্ত তাৎপর্য বহন করে।

মুখ্যমন্ত্রী ডাঃ সাহা ত্রিপুরায় ১২ লক্ষ সদস্য তালিকাভুক্ত করার লক্ষ্য নিয়ে বিজেপির চলমান সদস্যপদ অভিযানের কথাও উল্লেখ করেছেন। ২০১৯ সালে আমাদের সাড়ে ছয় লক্ষ সদস্য ছিল এবং আমরা আমাদের নতুন লক্ষ্যে পৌঁছাতে আত্মবিশ্বাসী, তিনি যোগ করেছেন।

আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিজেপির রাজ্য সহ-সভাপতি তাপস ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারপার্সন তথা কর্পোরেটর রত্না দত্ত এবং বিজেপির বড়দোয়ালি মণ্ডলের সভাপতি সঞ্জয় সাহাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

You might also like!