Technology

10 months ago

চীনে লঞ্চ হল Vivo Y36i, জেনে নিন দাম

Vivo Y36i
Vivo Y36i

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  Vivo আজ  তাদের হোম মার্কেটে একটি নতুন বাজেট-রেঞ্জের স্মার্টফোন লঞ্চ করলো, যার নাম Vivo Y36i। ফিচার হিসাবে এতে – ৯০ হার্টজ রিফ্রেশ রেটের HD IPS ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট, ১২৮ জিবি স্টোরেজ, ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাবে। আবার সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেট হওয়া সত্ত্বেও এতে অতিরিক্তভাবে ৪ জিবি ভার্চুয়াল র‍্যাম ব্যবহারের সুবিধাও মিলবে বলে দাবি করেছে সংস্থাটি। চলুন Vivo Y36i স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

Vivo Y36i এর দাম

চীনে Vivo Y36i ফোনটি সিঙ্গেল স্টোরেজ মডেলে পেশ করা হয়েছে।

4GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ সহ 1,199 ইউয়ান অর্থাৎ প্রায় 14,000 টাকা দামে সেল করা হবে।

এই ফোনটি পার্পল ও গোল্ড কালারে লঞ্চ করা হয়েছে।

Vivo Y36i এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: কম দামের Vivo Y36i ফোনে 6.5 ইঞ্চির IPS এলসিডি এইচডি ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 90Hz রিফ্রেশরেট, 720 x 1612 পিক্সেল রেজোলিউশন, 20.1:9 আসপেক্ট রেশিও, 89.67 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও, 180Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 840 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 চিপসেট যোগ করা হয়েছে। এর সঙ্গেই গ্রাফিক্সের জন্য এতে মালী-জি57 জিপিইউ দেওয়া হয়েছে।

স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 4GB ফিজিক্যাল + 4GB ভার্চুয়াল RAM রয়েছে। ফলে এই ফোনে মোট 8GB পর্যন্ত RAM পারফরমেন্স উপভোগ করা যায়। এর সঙ্গে এতে 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo Y36i ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি অ্যান্টিস্ট্রোভোস্কোপিক লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5 এমএম হেডফোন জ্যাক, ব্লুটুথ 5.1 ও ডুয়েল সিম 4G এর মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার রয়েছে।

ওজন এবং ডায়মেনশন: এই ফোনের ডায়মেনশন 163.74 X 75.43 X 8.09 mm এবং ওজন 186 গ্রাম।

ওএস: Vivo Y36i ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং অরিজিন ওএসে কাজ করে।

You might also like!