Festival and celebrations

2 months ago

Durga Puja 2024: মধুর স্বাদ এবার পুজোর মণ্ডপে! কোথায় থাকছে এই থিম জানেন?

Durga Puja 2024
Durga Puja 2024

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  বাঙালির দরজায় দুর্গাপুজো। প্রতি বছরের ন্যায় এই বছরেও থাকছে থিমের খেলা। কামার ডাঙার পুজো এ বছর ১০৫ তম বর্ষের পুজো। কলকাতার প্রাচীনতম পুজোগুলোর মধ্যে এই কামার ডাঙার পুজো অন্যতম।

 তৃণমূল কংগ্রেসের নেতা স্বপন সমাদ্দার বলেন, বাঙালির অন্যতম উৎসব এই শারদ উৎসব। সবাই মিলে কয়েক দিনের জন্য মায়ের আরাধনায় মেতে উঠবো আমরা সবাই। তিনি জানেন তাদের এ বছরের পুজোর থিম মধু মহল। আপনারা সবাই আসুন, পুজো মন্ডপে আপনারা মৌমাছি ও ভ্রমরের গুঞ্জন শুনতে পাবেন।

এই প্রসঙ্গেই তিনি বলেন, মুখ্যমন্ত্রী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। তাই সবাই আসুন। উৎসবে অংশ নিন। আনন্দ করুন। তিনি বলেন, 'আমাদের পাশে যে অশুভ শক্তি ঘুরে বেড়াচ্ছে তার ধ্বংস হোক ও শুভ শক্তির বিকাশ ঘটুক।' তিনি সকলকে তাদের মন্ডপে যাওয়ার জন্য আমন্ত্রণ করেন।

You might also like!