International

2 hours ago

Manoj Chauhan:পাকিস্তানের ভূমিতে জাকির নায়েকের সামনে সনাতন ধর্মের গুরুত্ব ব্যাখ্যা করেলেন মনোজ চৌহান

Manoj Chauhan
Manoj Chauhan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  পাকিস্তানের একজন সনাতনী পন্ডিত অধ্যাপক মনোজ চৌহান তার সাহসিকতা এবং স্পষ্ট বক্তব্যের কারণে খুব বিখ্যাত হয়ে উঠেছেন। কারণ, পাকিস্তানের মাটিতে পাকিস্তানের এক হিন্দু নাগরিক তথাকথিত ইসলামিক পণ্ডিত জাকির নায়েককে একটি পাবলিক ফোরাম থেকে সনাতন ধর্মকে সবচেয়ে প্রাচীন বলে আখ্যায়িত করে এই প্রশ্ন করেছিলেন। সেই জাকির নায়েককে ভারতে মৌলবাদ ছড়ানোর দায়ে পলাতক ঘোষণা করা হয়েছে। বর্তমানে তিনি মালয়েশিয়ায় আশ্রয় নিচ্ছেন এবং এখন পাকিস্তান সরকারের আমন্ত্রণে তাকে ইসলামাবাদ, করাচি এবং লাহোরে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ৩ অক্টোবর (বৃহস্পতিবার) ইসলামাবাদে জাকির নায়েকের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে। অন্যান্য সম্প্রদায়ের পণ্ডিতদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল যাতে তারা জাকির নায়েকের কাছ থেকে ইসলামের শ্রেষ্ঠত্ব বুঝতে পারে। এ সময় সনাতন সংস্কৃতির পণ্ডিত অধ্যাপক মনোজ চৌহান মঞ্চে এসে তাকে প্রশ্ন করেন ধর্মের নামে বিশ্বজুড়ে চলমান সহিংসতার সমাধান কী? জাকির নায়েক যে উত্তর দিয়েছেন তা ভিন্ন বিষয়। নিজের পরিচয় দিতে গিয়ে অধ্যাপক মনোজ চৌহান বলেন, 'আমি স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষাবিদ সনাতন ধর্মের একজন অংশ।' শুধু তাই নয়, তিনি 'সর্বমঙ্গল মঙ্গলে শিব' মন্ত্র দিয়ে প্রশ্নটি শুরু করেছিলেন। এরপর তিনি তার মাতৃভূমি অর্থাৎ পাকিস্তানের সমৃদ্ধি ও মঙ্গল কামনায় আয়াত পাঠ করেন।

অধ্যাপক মনোজ চৌহান একটি ইসলামিক ফোরামে এর পরে যা বলেছেন তার কারণেই তিনি খবরের শিরোনামে রয়েছেন। তিনি বলেন, 'যখন সনাতন ধর্ম ছিল, তখন কোনো ধর্ম ছিল না। সনাতন ধর্মের এক বিলিয়ন ছিয়ান্ন কোটি চার লাখ বত্রিশ হাজার বছরের যুগ আছে। এতে ভগবান শ্রী কৃষ্ণ মানুষকে বলেছেন হে মানবগণ, এই সমাজই তোমাদের কর্মক্ষেত্র এবং তোমাদেরও একই মানদণ্ডে পরীক্ষা করা হবে। অতএব, নিজের কাজ থেকে পালানোর চেষ্টা করবেন না, কারণ নিঃস্বার্থ কাজ আপনার কর্তব্য এবং আপনার কর্তব্য আপনার ধর্ম। কিন্তু এই ধর্ম যদি শুধুমাত্র আপনার উপকারের জন্য হয় তবে তা পাপের দিকে নিয়ে যাওয়া পথ। অতএব, কেবল নিজের লোকদের থেকে মুক্ত হয়ে সমাজকল্যাণমূলক কাজ করুন কারণ এটিই মুক্তির পথ। এটাই স্বর্গের পথ।' শ্রীমদ ভাগবতের একটি শ্লোক দিয়ে অধ্যাপক মনোজ চৌহান শুধু জাকির নায়েকসহ সকল ইসলামিক পণ্ডিতদের সামনেই সনাতন ধর্মের প্রাচীন ও মহৎ ধারণা তুলে ধরেন। অর্থাৎ শুধু ইসলামই করেছে পরোক্ষভাবে সংকীর্ণ মানসিকতার ব্যাখ্যার কাজ।

এই আয়াতের সারমর্ম ব্যাখ্যা করে তিনি প্রশ্ন করেন যে, বর্তমানে সারা বিশ্বে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ধর্মের নামে মানুষ হত্যা করা হচ্ছে এবং সে দেশও এর অন্তর্ভুক্ত। সে দেশ ও তার ধর্ম এর অন্তর্ভুক্ত। ধর্মের নামে বিদ্বেষ ও হিংসা ছড়ানো এই চিন্তাধারা বন্ধ করতে আমরা কী করব?' অধ্যাপক মনোজ চৌহানের এমন স্পষ্ট ও নির্ভুল প্রশ্নে অনুষ্ঠানের প্রধান অতিথি জাকির নায়েক বলেন, অধ্যাপক চৌহান। একই প্রশ্ন করেন গভর্নর আবদুল রশিদও। কুরআন শরীফের একটি আয়াত উল্লেখ করে জাকির নায়েক বলেন, আমাদের উচিত একমাত্র আল্লাহর ইবাদত করা। আপনার এবং আমার মধ্যে যে জিনিসগুলি মিল রয়েছে সেগুলিতে একতাবদ্ধ হন। এতে ধর্মের নামে মারামারি বন্ধ হবে। জাকির নায়েক হয়তো আবার এক আল্লাহর উপাসনাকে শান্তির পথ বলে তার ধর্মান্ধতা প্রকাশ করেছেন, কিন্তু অধ্যাপক মনোজ চৌহানের ভিডিওটি ভারতে ভাইরাল হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ এটি পছন্দ করছে এবং তার সাহস, অকপটতা এবং জ্ঞানের প্রশংসা করছে। হয়।

You might also like!