Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Technology

2 years ago

Tecno POP 8 স্মার্টফোন, জেনে নিন ফিচার এবং দাম

Tecno POP 8
Tecno POP 8

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কোম্পানিটি তার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ভারতে Tecno POP 8 স্মার্টফোন লঞ্চ করেছে। ফোনটিতে ৮জিবি র‍্যাম (৪জিবি+৪জিবি), ৬.৬ ইঞ্চির ডিসপ্লে এবং একটি ৫০০০এমএএইচ-এর ব্যাটারি রয়েছে। চলুন জেনে নেওয়া যাক ফোনটি সম্পর্কে বিস্তারিত তথ্য।

Tecno POP 8 এর দাম

ওয়েবসাইটে Tecno POP 8 ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লিস্টেড করা হয়েছে। এই ফোনটি 3GB RAM + 64GB ROM, 4GB RAM + 64GB ROM এবং 4GB RAM + 128GB ROM মডেলে পেশ করা হয়েছে। ব্র্যান্ডের পক্ষ থেকে এই ফোনের দাম সম্পর্কে কিছু জানানো হয়নি তবে আশা করা হচ্ছে Tecno POP 8 ফোনের দাম মাত্র 6,999 টাকা থকী শুরু করা হচ্ছে। এই ফোনের দাম প্রকাশ করা হলে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। মার্কেটে ফোনটি Mystery White, Alpenglow Gold, Magic Skin এবং Gravity Black কালারে সেল করা হবে।

Tecno POP 8 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Tecno POP 8 ফোনে 720 x 1612 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।

প্রসেসর: এই ফোনটি 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত ইউনিসক টি606 অক্টাকোর প্রসেসর। জানিয়ে রাখি এই চিপসেট বিশেষ করে লো বাজেট স্মার্টফোনের জন্য তৈরি করা হয়েছে।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 ‘গো’ এডিশনের সঙ্গে পেশ করা হয়েছে। গো এডিশন থাকার কারণে এই ফোনে গুগল গো অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল করা যায়, যা কম RAM ও হালকা প্রসেসর ষত্বেও স্মুথ রান করতে পারে। এছাড়া এই চিপসেট কম ইন্টারনেট এবং ব্যাটারি ব্যাবহার করে।

স্টোরেজ: এই ফোনে Extended RAM ফিচার রয়েছে। এই ফিচার ব্যাবহার করে ফোনটির 3GB RAM মডেলে অতিরিক্ত 3GB ভার্চুয়াল RAM এবং ফোনের 4GB RAM ভেরিয়েন্টে 4GB ভার্চুয়াল RAM যোগ করা যায়। এর ফলে ফোনটিতে মোট 6GB এবং 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Tecno POP 8 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি চার্জ করার জন্য এতে 10 ওয়াট ফাস্ট চার্জিং ফিচারও রয়েছে।

You might also like!