Technology

10 months ago

OnePlus 12 স্মার্টফোন, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

OnePlus 12
OnePlus 12

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ৫ই ডিসেম্বর OnePlus চীনে একটি ইভেন্টে নয়া OnePlus 12 5G স্মার্টফোনের ঘোষণা করেছিল। এই লঞ্চ ইভেন্ট চলাকালীন সংস্থাটি তাদের আরো বেশকয়েকটি আপকামিং স্মার্টফোনের তালিকা নিশ্চিত করে। এই তালিকায় সামিল আছে OnePlus 12 5G এর গ্লোবাল ভ্যারিয়েন্টের। জানা গেছে, এই স্মার্টফোনটি ২০২৪ সালের প্রথম কোয়ার্টারে বিশ্বব্যাপী আত্মপ্রকাশ করবে।

এই বিষয়ে সুপরিচিত টিপস্টার ম্যাক্স জাম্বর (Max Jambor) দাবি করেছেন, ওয়ানপ্লাস হয়তো তাদের এই আপকামিং ফ্ল্যাগশিপ ফোনের জন্য গ্লোবাল লঞ্চ ইভেন্টটি ভারতে আয়োজন করার পরিকল্পনা করছে। জানিয়ে রাখি, পূর্বসূরি ওয়ানপ্লাস ১১ ৫জি (OnePlus 11 5G) এবং ওয়ানপ্লাস ১১আর ৫জি (OnePlus 11R 5G) মডেল দুটির গ্লোবাল ভ্যারিয়েন্টের লঞ্চ ইভেন্টও ভারতেই আয়োজিত হয়েছিল।

ওয়ানপ্লাস ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে জানা গেছে, আসন্ন ওয়ানপ্লাস ১২ হ্যান্ডসেটের গ্লোবাল ভ্যারিয়েন্টটি চীনা সংস্করণের মতোই ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। আবার ডিভাইসটি হ্যাসেলব্লাডের সাথে অংশীদারিত্বে বিকশিত পেরিস্কোপ টেলিফোটো লেন্সের সাথে আসবে বলেও উল্লেখ আছে ওয়েবসাইটে।ওয়ানপ্লাস তাদের ১০তম বার্ষিকী উপলক্ষে শীঘ্রই আরো অনেক নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে বলে জানিয়েছে। ১৭ই ডিসেম্বর চীনে OnePlus Ace 3 স্মার্টফোন আত্মপ্রকাশ করবে। আবার OnePlus Ace 3 মডেলটি আন্তর্জাতিক বাজারে OnePlus 12R 5G নামে পা রাখবে বলে জানা যাচ্ছে।

OnePlus 12 এর দাম

কোম্পানি OnePlus 12 ফোনটির চারটি স্টোরেজ ভেরিয়েন্ট পেশ করেছে।

ফোনের 12GB RAM + 256GB মেমরি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 4,299 ইউয়ান অর্থাৎ প্রায় 50,636 টাকা।

ফোনটির 16GB RAM + 512GB স্টোরেজ মডেল 4,799 ইউয়ান অর্থাৎ প্রায় 56,525 টাকা দামে পেশ করা হয়েছে।

এই ফোনের 16GB RAM + 1TB স্টোরেজ ভেরিয়েন্টের দান রাখা হয়েছে 5,299 ইউয়ান অর্থাৎ প্রায় 62,414 টাকা।

ফোনটির টপ মডেল 24GB RAM + 1TB স্টোরেজ সহ 5,799 ইউয়ান অর্থাৎ প্রায় 68,303 টাকা দামে সেল করা হবে।

আগামী 11 ডিসেম্বর থেকে ফোনটি চীনে সেল করা হবে।

OnePlus 12 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে – OnePlus 12 5G ফোনে 6.82 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2K রেজোলিউশন, 120Hz রিফ্রেশরেট, 4,500 নিটস পীক ব্রাইটনেস ও 2,160Hz PWM ডিমিং ফিচার সাপোর্ট করে।

প্রসেসর – এই ফোনে এখনও পর্যন্ত সবচেয়ে ফাস্ট এবং সম্প্রতি লঞ্চ হওয়া স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট চিপসেট যোগ করা হয়েছে। এই শক্তিশালী প্রসেসর 3.3GHz হাই ক্লক স্পীডে কাজ করে।

স্টোরেজ – কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি একাধিক ভেরিয়েন্টে পেশ করা হয়েছে এবং ফোনটির টপ মডেলে 24GB পর্যন্ত RAM +1TB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ক্যামেরা – OnePlus 12 ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে OIS ফিচারযুক্ত 50MP Sony LYT-808 প্রাইমারি সেন্সর, 48MP Sony IMX581 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3x পেরিস্কোপ জুম সহ 64MP ওমনিভিশন OV64B সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে এই ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।

ব্যাটারি – পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 100W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,400mAh ব্যাটারি রয়েছে।

অন্যান্য – এই ফোনে 5জি, 4জি এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ 5.3, হাই রেঞ্জ অডিও, ডলবি অ্যাটমস, এনএফসি, জপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP65 রেটিঙের মতো বেশ কিছু অ্যাডভান্স এবং প্রয়োজনীয় ফিচার রয়েছে।

ওএস – এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং ColorOS 14 এ কাজ করে।

You might also like!