Country

3 hours ago

Amits Shahs congratulates drupadi vashas Bengalis : বাংলা ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি পাওয়ায় বাঙালিদের অভিনন্দন অমিত শাহর

Amits Shah (symbolic picture)
Amits Shah (symbolic picture)

 

নয়াদিল্লি, ৪ অক্টোবর : বাংলা ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি পাওয়ায় ‘বাঙালি বোন ও ভাইদের’ অভিনন্দন জানালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার রাতে তিনি এক্সবার্তায় লিখেছেন, “মোদীজির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ বাংলাকে ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। বাংলা সাহিত্য সেই স্ফুলিঙ্গ হিসাবে কাজ করেছিল যা আমাদের স্বাধীনতা আন্দোলনের শিখাকে উজ্জ্বল করেছিল এবং দেশকে এক হয়ে দাঁড়াতে ঐক্যবদ্ধ করেছিল। এই সম্মানের জন্য আমাদের সকল বাঙালি বোন ও ভাইদের জানাই অভিনন্দন।” মরাঠি, অসমিয়া, পালি ও প্রাকৃত ভাষার এই স্বীকৃতিপ্রাপ্তিতেও অমিতবাবু তাঁর সন্তোষ প্রকাশ করেছেন।

You might also like!