Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Technology

1 year ago

10.74 লক্ষ টাকায় দেশে জিমনির থান্ডার সংস্করণ লঞ্চ করল মারুতি

Maruti Suzuki Jimny Thunder
Maruti Suzuki Jimny Thunder

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাহিন্দ্রা থার (Mahindra Thar)-কে টেক্কা দিতে মারুতি সুজুকি জিমনি (Maruti Suzuki Jimny) লঞ্চ করেছিল। তবে বাজারে আসার পর থেকে এটি ভারতীয় বাজারে সেরা অফ-রোড SUV হিসাবে জনপ্রিয় হয়েছিল, কিন্তু থারের মতো এই SUV-টি মানুষের মনে অতটাও জায়গা নিতে পারেনি। যদিও তার কারণ একটাই। বেশি দাম, বিশেষ লুক-ফিচারের কারণে, জিমনির বিক্রি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। আর তাই জন্যই কোম্পানিটি Jimny-এর Thunder Edition বাজারে এনেছে। যার প্রারম্ভিক মূল্য মাত্র 10.74 লাখ টাকা। এর লুক এবং ফিচারও কিছু পরিবর্তন করা হয়েছে।

দাম কত?

Maruti Suzuki Jimny Thunder Edition-টি মোট দু’টি নামে বাজারে আনা হয়েছে। Zeta এবং Alpha নামে দুটির এক্স-শোরুম মূল্য যথাক্রমে 10.74 লক্ষ এবং 14.05 লক্ষ টাকা। স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় এই নতুন সংস্করণের এসইউভিতে কিছু পরিবর্তন দেখা যাবে।

Maruti Suzuki Jimny Thunder Edition

সীমিত সংস্করণের এই মডেলটি অল্প সময়ের জন্যই নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে বিক্রি করা হবে। জিমনির নিয়মিত ভেরিয়েন্টের তুলনায় এই নতুন সংস্করণটিতে বেশ কয়েকটি নতুন বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। গাড়িটিতে ক্রোম ওআরভিএম ক্যাপ সহ পাশে একটি নতুন মাউন্টেন ডেকাল দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে বনেট গার্নিশ, ফেন্ডার গার্নিশ, স্কাফ প্লেট গার্নিশ। গার্নিশ মূলত গাড়িতে বাইরের হাওয়ার প্রবেশ রোধ করে এবং সিল করতে ব্যবহার করা হয়। তবে সেফটি এবং ইনফোটেনইনমেন্ট সংক্রান্ত সমস্ত বৈশিষ্ট্য জিমনির আগের মডেলের মতোই রয়েছে।

Jimny Thunder ইঞ্জিন

জিমনির এই নতুন মডেলটি ‘Idle Start Stop’ প্রযুক্তি সহ একটি 1.5 লিটার কে-সিরিজের ইঞ্জিন সহ গড়ে তোলা হয়েছে যা একটি 5-স্পীড ম্যানুয়াল বা 4-স্পীড অটোমেটিক ট্রান্সমিশন বিকল্পের সঙ্গে সংযুক্ত থাকবে। গাড়িটি 5 স্পীড ম্যানুয়াল ট্রান্সমিশনের জন্য 16.94 kmpl এবং 4 স্পীড অটোমেটিক ট্রান্সমিশনের জন্য 16.39 kmpl –এর ফুয়েল এফিসিয়েন্সি অফার করে।

এছাড়াও অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে গাড়িটিতে একটি শিলভার ইনসার্টের সঙ্গে ব্ল্যাক শেডের আকর্ষনীয় ডিজাইন করা হয়েছে। রয়েছে একটি 22.86 সেন্টিমিটার বা 9 ইঞ্চির স্মার্টপ্লে প্রো প্লাস। যা অ্যাপেল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটোর সঙ্গে ওয়ারলেস কানেকটিভিটির সুবিধা প্রদান করে। ভারতীয় বাজারে মূলত মাহিন্দ্রা-র বিখ্যাত গাড়ি থার-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে এই গাড়িটি।


You might also like!