Country

5 hours ago

NF Rail Special Trains: আসন্ন দুর্গাপূজা, দীপাবলি ও ছট পূজা উপলক্ষ্যে এনএফ রেলের ২৬টি উৎসব স্পেশাল ট্রেন

NF Rail Special Trains
NF Rail Special Trains

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  আসন্ন দুর্গাপূজা, দীপাবলি এবং ছট পূজার সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস এবং সুগম ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ২৬টি উৎসব স্পেশাল ট্রেন চালাবে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা আজ এক প্ৰেস বাৰ্তায় বিস্তরিত তথ্য দিয়ে জানান, উৎসবের মরসুমে ট্রেন নম্বর ০৫৭৩৬ / ০৫৭৩৫ এবং ০৫৭৩৪ / ০৫৭৩৩ অমৃতসরকে কাটিহারের সাথে সংযুক্ত করবে। একইভাবে ট্রেন নম্বর ০৫৬৩৩ / ০৫৬৩৪ গুয়াহাটির নারাঙ্গি থেকে উত্তরপ্রদেশের গোরখপুরকে সংযুক্ত করে চলাচল করবে। ট্রেন নম্বর ০৫৮৩১ / ০৫৮৩২ উত্তর-পূর্বাঞ্চলের রাঙাপাড়া নর্থ থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজকে সংযুক্ত করবে। ট্রেন নম্বর ০৫৬৩৮ / ০৫৬৩৭ শিলচর থেকে অরুণাচল প্রদেশের নাহরলগুন পর্যন্ত চলবে।

অনুরূপভাবে ট্রেন নম্বর ০৫৬২৮ / ০৫৬২৭ আগরতলা এবং গুয়াহাটিকে সংযুক্ত করবে। ট্রেন নম্বর ০৫৬৩৯ / ০৫৬৪০ শিলচর থেকে কলকাতা পর্যন্ত চলবে। সে অনুযায়ী ট্রেন নম্বর ০২৫২৫ / ০২৫২৬ এবং ০৫৬৭১ / ০৫৬৭২ গুয়াহাটি থেকে আনন্দবিহার পর্যন্ত চলবে। একইভাবে নিউ তিনসুকিয়া থেকে বেঙ্গালুরু পর্যন্ত পরিচালিত ট্রেন নম্বর ০৫৯৫২ / ০৫৯৫১ অসমকে দেশের দক্ষিণ অংশের সাথে সংযুক্ত করবে।

ডিব্রুগড় থেকে কলকাতা পর্যন্ত চলবে ট্রেন নম্বর ০৫৯৩২ / ০৫৯৩১। ট্রেন নম্বর ০৫৬৩৬ / ০৫৬৩৫ গুয়াহাটি থেকে শ্রীগঙ্গানগর পর্যন্ত চলবে যা অসম ও রাজস্থানকে সংযুক্ত করবে। ট্রেন নম্বর ০৫৬৯৮ / ০৫৬৯৭ পশ্চিমবঙ্গের উত্তর অংশকে সংযুক্ত করে গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলবে।

প্রেস বার্তায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা আরও জানান, ভারতীয় রেলওয়ে প্রতি বছর উৎসবের সময় স্পেশাল ট্রেন চালায়। সে অনুযায়ী এ বছর অক্টোবর থেকে নভেম্বর (২০২৪) পর্যন্ত আসন্ন উৎসবের মরশুমে ৬০০০-এরও বেশি স্পেশাল ট্রেন চালাবে। কেননা, দুর্গাপূজা, দীপাবলি ও ছট উৎসবের সময় লক্ষ লক্ষ যাত্রী সারা দেশে যাতায়াত করেন, তাই এই পদক্ষেপ গ্রহণ করে ভারতীয় রেল কর্তৃপক্ষ।


You might also like!