Festival and celebrations

2 months ago

Durga Puja 2024: ঘাড় উঁচু করে দেখতে হবে উত্তরবঙ্গের দুর্গা মূর্তি! জানেন কোন মণ্ডপে দেখা মিলবে বড় দুর্গার?

Big Durga in Uttarbongo
Big Durga in Uttarbongo

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ৮৫ ফুটের দুর্গা মূর্তি আগেই দেখেছিল দক্ষিনবঙ্গ। এবার সেই দৌড়ে সামিল হল উত্তরবঙ্গ। সবচাইতে বড় প্রতিমা দেখাতে তোড়জোড় চলছে পুজো মণ্ডপে।

আলিপুরদুয়ার শহরের বেলতলা এলাকার স্বামীজী ক্লাবে এবারের থিম বড় প্রতিমা। জানা গিয়েছে, ৭৫ তম বর্ষের পা দিয়েছে তাদের পুজো। ৩৫ ফুট উচ্চতার প্রতিমা তৈরি হচ্ছে। এই প্রতিমা চওড়ায় ৩৪ ফুট।

পুজো উদ্যোক্তাদের দাবি, উত্তরবঙ্গের মধ্যে এটি সবচাইতে বড় প্রতিমা হতে চলেছে। দেড় মাস আগের থেকে শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, এবারে বড় পুজোর আয়োজন করে জেলাবাসী তথা উত্তরবঙ্গবাসীদের উপহার দেবেন তারা। পাশাপাশি থাকবে আলোকসজ্জাতে বিশেষ চমক।

You might also like!