kolkata

2 hours ago

Andrés Iniesta: পেশাদার ফুটবলের ইতি টানছেন প্রাক্তন বার্সা তারকা ইনিয়েস্তা

Andrés Iniesta
Andrés Iniesta

 

কলকাতা, ২ অক্টোবর : ইতিহাসে প্রথমবার ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের জন্য ইনিয়েস্তাকে আজীবন মনে রাখবে স্প্যানিশরা সেই সঙ্গে বিশ্ব ফুটবলও। ২০১০ বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে তার গোলে সোনার হরিণের দেখা পেয়েছিল লা রোজারা। আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৩১ ম্যাচ খেলে স্পেনের হয়ে দুটি ইউরোপিয়ানচ্যাম্পিয়নশিপও জিতেছিলেন ইনিয়েস্তা। ২০১৮ বিশ্বকাপে স্পেন শেষ ষোলোর ম্যাচে রাশিয়ার কাছে হেরে বিদায় নিলে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন।

এরপর খেলোয়াড়ি জীবনের ইতি না টেনে তিনি পাড়ি দেন জাপানের ক্লাব ভিসেল কোবেতে। সেখানে পাঁচ মরসুম কাটিয়ে আবার পাড়ি দেন আমিরাতের লিগে। ইতোমধ্যে তার বয়সও পেরিয়েছে ৪০। এখন সময় হয়েছে খেলোয়াড়ি জীবনের ইতি টানার।

গতকাল রাতে ইনিয়েস্তা জানিয়েছেন ৮ অক্টোবর পেশাদার ফুটবল হিসেবে নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলবেন। নিজের জার্সির নম্বরের সঙ্গে মিল রেখে দিনটিকে বেছে নিয়েছেন তিনি।

খেলোয়াড়ি জীবন ছেড়ে কোচিংয়ে মনোযোগ দিতে চান ইনিয়েস্তা। কোন ক্লাবের হয়ে নিজের নতুন অধ্যায় শুরু করতে চান সেটা অবশ্য জানা যায়নি। তবে অনেক আগে ক্যাম্প ন্যুতে ফিরে যাওয়ার কথা বলেছিলেন তিনি।

You might also like!