Breaking News
 
Partha Chatterjee: মমতাকে বিস্ফোরক চিঠি পার্থর: 'অন্য অভিযুক্তদের পাশে দল থাকে, আমার ক্ষেত্রে ব্যতিক্রম কেন?' Amit Shah: 'সবাইকে খুঁজে বের করুন'! দিল্লি বিস্ফোরণ নিয়ে শাহের জরুরি বৈঠক, তদন্তে গতি বাড়ানোর নির্দেশ Delhi Blast: বিস্ফোরক তথ্য হাতে! লালকেল্লার চক্রীদের পরবর্তী নিশানায় ছিল দিওয়ালি, প্রজাতন্ত্র দিবস Patha Chatterjee: তিন বছর পর নিজের বাড়িতে পার্থ,ঘরে ঢুকতেই উঠল ‘জিন্দাবাদ’ স্লোগান—আবেগতাড়িত প্রাক্তন মন্ত্রী! Pakistan car blast: পাকিস্তানে জো়ড়া হামলা—ইসলামাবাদে প্রাণহানি ১২, খাইবারে পাক সেনার কনভয় হামলায় আহত ১৬! IPL 2025: সঞ্জু-জাডেজা ট্রেড ডিল পাকা? জল্পনা বাড়িয়ে RR অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা চেন্নাইয়ের

 

Technology

1 year ago

বাজারে আসছে সস্তা স্মার্টফোন Yuva 3 Pro

Lava Yuva 3 Pro
Lava Yuva 3 Pro

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতে ডিসেম্বর মাসে একাধিক ফোন লঞ্চ হতে চলেছে। আর ভারতের বাজারে ক্রমশ জনপ্রিয় হচ্ছে দেশীয় সংস্থার স্মার্টফোন। আগামী ১৪ ডিসেম্বর ভারতীয় কোম্পানি লাভা-র (Lava Smartphones) একটি ফোন লঞ্চ হবে। এবার লঞ্চ হতে চলেছে Lava Yuva 3 Pro 4G মডেল।কোম্পানি ঘোষণা করে জানিয়ে দিয়েছে আগামীকাল অর্থাৎ 14 ডিসেম্বর ভারতে Lava Yuva 3 Pro লঞ্চ করা হবে। এই সস্তা ফোনের ডিটেইলস নিচে জানানো হল ।

Lava Yuva 3 Pro এর দাম 

টিপস্টার পরস গুগলানি টুইট করে Lava Yuva 3 Pro এর দাম লিক করেছিলেন। লিকে বলা হয়েছিল Lava Yuva 3 Pro ফোনটি 10,999 টাকা দামে লঞ্চ করা হবে। এটি এই ফোনের 8GB RAM + 128GB মডেলের দাম হবে বলে জানানো হয়েছে। ফোনের সঠিক দাম জানার জন্য আপাতত 14 ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Lava Yuva 3 Pro এর স্পেসিফিকেশন 

ডিসপ্লে: লিক অনুযায়ী Lava Yuva 3 Pro ফোনে 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে পাঞ্চ হোল স্টাইলের স্ক্রিন থাকতে পারে এবং এটি 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করতে পারে।

প্রসেসর: Lava Yuva 3 Pro ফোনটি ইউনিসক টি616 চিপসেট সহ পেশ করা হতে পারে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 পিওর এডিশনে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

স্টোরেজ: এই ফোনে 8GB virtual RAM যোগ করা হতে পারে। ফোনের 8GB ফিজিক্যাল RAM এর সঙ্গে মিলে এতে মোট 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যেতে পারে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা সেন্সর থাকবে বলে জানা গেছে। এছাড়া সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

ব্যাটারি: লিক অনুযায়ী এই ফোনে 5,000mAh ব্যাটারি থাকবে। দ্রুত ফোনটি চার্জ করার জন্য এতে 18W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।


You might also like!