International

2 months ago

Nepal ravaged by landslides and floods: ভূমিধস ও বন্যায় লন্ডভন্ড নেপাল; মৃত্যু বেড়ে ১৯২, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ

Nepal ravaged by landslides and floods
Nepal ravaged by landslides and floods

 

কাঠমাণ্ডু, ৩০ সেপ্টেম্বর : নেপালের বন্যায় মৃতের সংখ্যা পৌঁছে গেল ১৯২-তে। গত শনিবার থেকে নেপালে যে বিপর্যয় শুরু হয়েছে, সোমবার সকাল পর্যন্ত তাতে নিখোঁজের সংখ্যা বহু। তাই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। রাজধানী কাঠমান্ডুর কাছে বাগমতি নদী এবং তার উপনদীগুলির জল বিপদসীমার উপর দিয়ে বইছে। কোথাও কোথাও নদীর জল দু’কূল ছাপিয়ে লোকালয়ে ঢুকে পড়েছে। তাতে ভেসে গিয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি এবং অনেক গাড়ি।

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রক সোমবার জানিয়েছে, নেপালে ভূমিধস ও বন্যায় মৃত্যু হয়েছে ১৯২ জনের। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। ধসের নীচে আরও অনেকেই চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, রাজধানী কাঠমান্ডুর দক্ষিণ অংশে একটি হাইওয়েতে রবিবার ধস নামে। ওই সময় ওই রাস্তায় তিনটি যাত্রিবাহী গাড়ি ছিল। ধসে সেগুলি চাপা পড়ে যায়। ওই তিন গাড়িতে থাকা মোট ৩৫ জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে বন্যাকবলিত এলাকায় উদ্ধারকাজে নামানো হয়েছে তিন হাজারের বেশি উদ্ধারকারী সদস্যকে

You might also like!