Breaking News

 

kolkata

3 hours ago

TMCP's foundation day: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র সংগঠনকে চাঙ্গা করতে বিশেষ বার্তা মমতা-অভিষেকের!

,Mamata Banerjee & Abhishek Banerjee
,Mamata Banerjee & Abhishek Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকালে এক দৃঢ় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি নবীন ছাত্র নেতাদের উদ্দেশ্যে লেখেন, "আমার নবীন সহকর্মীদের বলব, কোনও অবস্থায় অন্যায়ের সঙ্গে আপস করবে না। মাথা উঁচু করে বাঁচবে। যে কোনও লড়াইয়ে আমাকে সবসময় পাশে পাবে।" ছাত্র সংগঠনের প্রতি মমতার এই বার্তা শুধু অনুপ্রেরণার নয়, বরং আগামী নির্বাচনের আগে রাজনৈতিক শৃঙ্খলা ও আদর্শের দিশাও বলে মনে করছেন রাজনৈতিক মহল। নতুনদের পাশাপাশি সংগঠনের পুরনো সদস্যদেরও অভিনন্দন জানিয়েছেন তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ  সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এদিন ছাত্র সংগঠনের উদ্দেশ্যে বার্তা দেন। যুব নেতৃত্বের প্রতি তাঁর আবেদন, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। 

আজ, বৃহস্পতিবার, কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে  তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী সভার আয়োজন করা হয়েছে। প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। বলবেন অভিষেকও। বছর ঘুরতেই ভোট। ছাত্র সংগঠনকে কী বার্তা দেন শীর্ষ নেতৃত্ব, তার দিকে নজর সকলের। এদিন তিনি লেখেন, ‘তৃণমূল ছাত্র  পরিষদের এই ঐতিহাসিক প্রতিষ্ঠা দিবসে আমি এর নতুন-পুরোনো সকল সদস্য-সদস্যাকে জানাই জাতীয়তাবাদী অভিনন্দন।’  তৃণমূল যুব সংগঠন যে বাংলার উন্নতি ও লড়াইয়ের অবিচ্ছেদ্য অঙ্গ তাও জানিয়েছেন সুপ্রিমো। তাঁর লেখায়, ‘তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। বাংলাকে আরও উন্নত ও  শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যে লড়াই তাতে তারাও সামিল।’ 

মমতার পাশাপাশি প্রতিষ্ঠা দিবসের সকালে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি জানিয়েছেন, ‘TMCP তরুণদের তাঁদের কণ্ঠস্বর উত্থাপন করতে, উজ্জ্বল আগামীর জন্য অবদান রাখতে সক্ষম। সমাজিক ন্যায়বিচারের দাবিতে বাংলার যুবসমাজের স্থায়ী ভূমিকা রয়েছে।’  এরপরই তিনি লিখেছেন, ‘প্রত্যেক সদস্যের দৃঢ় অঙ্গীকারের জন্য তাঁদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এবং সকলকে নতুন সংকল্প এবং নিষ্ঠার সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’

You might also like!