International

11 months ago

Israeli army officer killed : হেজবোল্লার হামলায় নিহত ইজরায়েলের সেনা আধিকারিক

Israeli army officer killed in Hezbollah (Symbolic Picture)
Israeli army officer killed in Hezbollah (Symbolic Picture)

 

লেবানন, ১৬ অক্টোবর  :যতদিন যাচ্ছে তীব্র হচ্ছে মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী লড়াই। হামাসের সঙ্গে যুদ্ধের মধ্যে ইজরায়েলে হামলা চালাল শিয়া জঙ্গি সংগঠন হেজবোল্লা। লেবানন থেকে আক্রমণ শুরু করেছে শিয়া জঙ্গি সংগঠন হেজবোল্লা। তাদের হামলায় মৃত্যু হল ইজরায়েলি সেনার এক শীর্ষ আধিকারিকের।

গাজার পাশাপাশি ক্রমশ উত্তপ্ত হচ্ছে ইজরায়েল-লেবানন সীমান্তও। হেজবোল্লার সঙ্গে লড়াই চলছে ইজরায়েলি ফৌজের । এই সংঘর্ষে মৃত্যু হয়েছে ইহুদি দেশটির সেনাবাহিনীর এক শীর্ষ আধিকারিকের। ঘটনাটি নিশ্চিত করে সোমবার ইজরায়েলি সেনার তরফে জানানো হয়েছে, রবিবার রাতে লেবাননের সীমান্তে গোলাগুলির লড়াইয়ে তাদের এক সেনা অফিসারকে হত্যা করেছে হেজবোল্লা দল। ঘটনার দায় স্বীকার করেছে লেবাননের জঙ্গি সংগঠনটিও। শিয়া সন্ত্রাসবাদী দলটি জানিয়েছে, তারা সীমান্ত লাগোয়া ইজরায়েলের বরাক ও পাঁচটি সামরিক ঘাঁটি নিশানা করেছিল। দক্ষিণ লেবাননে ইজরায়েলের আক্রমণে যে সাংবাদিক ও সাধারণ বাসিন্দাদের মৃত্যু হয়েছে তার বদলা নিতেই ছিল এই হামলা।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইজরায়লের বুকে বেনজির হামলায় চালায় প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন হামাস। সুন্নি এই জঙ্গি গোষ্ঠীকে মদত দিচ্ছে লেবাননের হেজবোল্লা। গত সোমবার থেকেই ইজরায়েলি ফৌজের সঙ্গে সংঘাত শুরু হয়েছে ইরানের মদতপুষ্ট এই শিয়া মৌলবাদী দলটির। আইডিএফ-এর পালটা মারে সেদিনই নিহত হয় তিন হেজবোল্লা যোদ্ধা। বলে রাখা ভালো, লেবাননের অন্যতম বৃহৎ এবং শক্তিশালী হেজবোল্লা বাহিনীতে রয়েছে লক্ষাধিক যোদ্ধা। 

You might also like!