Health

1 year ago

Water Benifit :সাবধান! গরমে খাবেন না এই পানীয়গুলি

water
water

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চৈত্রের তপ্ত গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের।যেভাবে দিন দিন গরম বাড়ছে,তাতে শরীরকে ঠাণ্ডা রাখা ও হাইড্রেটেড রাখা খুবই প্রয়োজন। তবে সব পানীয় কিন্তু শরীরের জন্য একেবারেই ভালো নয়।গরমে গলা শুকিয়ে গেলে ডাবের জল কিংবা ঠাণ্ডা ঘোল খান।কিন্তু এমন কিছু পানীয় রয়েছে যা খেলে শরীরে নানা রকম রোগ বাসা বাঁধে।দেখে নিন গরমে কোন পানীয় গুলি খাবেন না

প্যাকেজড ফ্রুট জুস

ফলের রস শরীরের জন্য খুবই উপকারি।অনেকেই ভাবেন প্যাকেজিং করা ফলের রসে ভিটামিন এবং ফলের রস থাকে।কিন্তু ভাবনাটা একেবারেই ভুল।এই প্যাকেজড ফ্রুট জুসগুলিতে চিনির ভাগ অনেকটাই বেশি থাকে।আর চিনি শরীরের ক্ষতি করে।

ডায়েট সোডা

কোকের বিকল্প হিসেবে অনেকেই ডায়েট সোডা খান।কিন্তু ডায়েট সোডা শরীরের জন্য একদম ভালো নয়। ডায়েট সোডাতেও মোটা হওয়ার সম্ভাবনা থাকে। ফলে শরীরে দেখা দেয় নানা রকম রোগ।

প্রি-মিক্সড ককটেল

প্রিমিক্সড ককটেল শরীরের জন্য ক্ষতিকর।এগুলিতে ক্ষতিকর প্রিজারভেটিভ ছাড়াও চিনির পরিমান বেশি থাকে। যা ডিহাইড্রেশন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে ।

এনার্জি ড্রিঙ্কস

এনার্জি ড্রিঙ্কসগুলিতে চিনির ভাগ অনেকটাই বেশি থাকে।যা শরীরের ক্ষতি করতে পারে। উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দেয় এই ধরণের পানীয়।

You might also like!