Breaking News
 
Droupadi Murmu : রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দীপাবলির শুভেচ্ছা Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায়

 

Health

3 months ago

Feet Wellness Check: শরীর বলছে সতর্ক হোন! পায়ের ৪টি উপসর্গে চিনে নিন ভিটামিন ডি-র ঘাটতি

Feet Wellness Check
Feet Wellness Check

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্কঃ  ভিটামিন ডি শুধুমাত্র হাড়ের সুস্থতার জন্যই নয়, পুরো শরীরের ইমিউন সিস্টেম, স্নায়ু এবং পেশির কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু আমাদের ব্যস্ত জীবনযাত্রা ও সূর্যের আলো থেকে দূরে  থাকার কারণে অনেকেরই শরীরে ভিটামিন ডি-র ঘাটতি দেখা যায়। এই ভিটামিনের অভাবে এমন অনেক ধরনের উপসর্গ দেখা দেয়, যেগুলিকে প্রাথমিক ভাবে অন্য কিছুর সঙ্গে গুলিয়ে ফেলেন অনেকে। তাই অনেক  ক্ষেত্রে ভিটামিন ডি-র অভাব শনাক্ত করতে দেরি হয়ে যায়। এ দিকে এই সমস্যা ঘরে ঘরে লক্ষ করা যায়। এই ভিটামিনের অভাবের প্রভাব শরীরের নানা অংশে নানা ভাবে পড়তে পারে। চুলে, ত্বকে, শরীরের বিভিন্ন অঙ্গে, এমনকি মনেও উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে। তবে চিকিৎসকেরা বলেন, পায়ে এবং ত্বকে নাকি তা সবচেয়ে বেশি লক্ষ করা যায়।  বিশেষজ্ঞদের মতে, শরীরের বিভিন্ন অঙ্গের পাশাপাশি পায়েও এই ঘাটতির স্পষ্ট ইঙ্গিত দেখা যায়। নিচে রইল সেই চারটি সাধারণ উপসর্গ—

১. পেশিতে ক্র্যাম্প বা ব্যথা: হঠাৎ করে পায়ের পেশিতে টান ধরা বা ব্যথা হওয়া ভিটামিন ডি ঘাটতির অন্যতম লক্ষণ।

২. হাড়ে ব্যথা বা ভারী ভাব: হাঁটা বা দাঁড়িয়ে থাকার সময় পায়ে ভারী লাগা বা অস্বস্তি অনুভব করলে সতর্ক হওয়ার সময় এসেছে।

৩. পায়ে ঘন ঘন ঝিনঝিনে ভাব বা অবশ হওয়া: পায়ে স্নায়ুর কার্যকারিতা কমে গেলে এমন অনুভূতি হতে পারে, যা ভিটামিন ডি অভাবের কারণেও হতে পারে।

৪. দুর্বলতা বা হাঁটতে কষ্ট হওয়া: হঠাৎ করে পায়ে দুর্বলতা, ক্লান্তি বা ভারসাম্যহীনতা দেখা দিলে, তা হতে পারে শরীরে ভিটামিন ডি কমে যাওয়ার লক্ষণ। 

কী করবেন?

১.  প্রতিদিন ১৫–২০ মিনিট সূর্যের আলোতে থাকুন।

২. ডায়েটে রাখুন ডিমের কুসুম, দুধ, মাছ, ও ভিটামিন ডি-যুক্ত খাবার।

৩. প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করুন।

 ভিটামিন ডি-র ঘাটতি অল্প মনে হলেও দীর্ঘমেয়াদে বড় সমস্যার কারণ হতে পারে। তাই পায়ের এই উপসর্গগুলি উপেক্ষা না করে সময় থাকতে সতর্ক হন। 

You might also like!