Health

1 year ago

Union Health Minister Dr. Mansukh Mandaviya :সেমিয়া রোগীদের জীবন বাঁচাতে রক্ত​​দান করুন : ডঃ মনসুখ মান্ডভিয়া

Mansukh mandviya urged to donate blood
Mansukh mandviya urged to donate blood

 


নয়াদিল্লি, ৮ মে : বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে রক্তদান করার আহ্বান জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া। সোমবার সকালে টুইট করে মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে, আসুন আমরা এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করি। যারা এই রোগের বিরুদ্ধে লড়াই করছেন তাঁদের সমর্থনের জন্য এগিয়ে আসুন এবং থ্যালাসেমিয়া রোগীদের জীবন বাঁচাতে রক্তদান করুন।

প্রসঙ্গত, প্রতি বছর ৮ মে দিনটি বিশ্ব থ্যালাসেমিয়া দিবস হিসেবে পালিত হয়। এই রোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে প্রতিবছর বিশ্ব জুড়ে দিনটি পালিত হয়ে থাকে। বিশ্বে প্রতিবছর জিন ঘটিত থ্যালাসেমিয়ায় আক্রান্ত লক্ষাধিক শিশু জন্মায়। এর অন্যতম কারণ হিসেবে মানুষের সচেতনতার অভাবকেই দায়ী করা হয়। বাবা ও মা-র মধ্যে কারো থ্যালাসেমিয়া থাকলে সন্তানদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এই রোগের একমাত্র চিকিৎসা নিয়মিত রক্ত দেওয়া।


You might also like!