International

6 hours ago

Wildfires threaten Turkey: দাবানলের প্রকোপ তুরস্কের একাংশে

Wildfires threaten Turkiye’s fourth-largest city
Wildfires threaten Turkiye’s fourth-largest city

 

আঙ্কারা, ২৮ জুলাই : দাবানল ছড়াচ্ছে তুরস্কের একাংশে। উত্তর-পশ্চিম তুরস্কের পার্বত্য অঞ্চলের বিস্তীর্ণ অংশে রবিবার ভোর রাতে দাবানল ছড়িয়ে পড়েছে। এর জেরে সে দেশের শহর বুরসা সবচেয়ে ক্ষতিগ্রস্ত। প্রাণ বাঁচাতে বাড়ি-ঘর ছেড়ে অন্তত ১৭০০ জনকে অন্যত্র সরে যেতে হয়েছে। অন্তত ২ হাজার দমকলকর্মী আগুন নেভানোর কাজে নেমেছেন। কিন্তু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি বলে জানাচ্ছে বুরসার স্থানীয় প্রশাসন। জানা যাচ্ছে, রাজধানী আঙ্কারার সঙ্গে যোগাযোগকারী সড়ক বন্ধ রাখতে হয়েছে। এও জানা যাচ্ছে, আগুন নেভাতে গিয়ে মৃত্যু হয়েছে এক দমকলকর্মীর। উল্লেখ্য, গ্রিস, বুলগেরিয়া, মন্টেনেগরোর মতো দক্ষিণ ইউরোপের বেশ কয়েকটি দেশ গত কয়েক সপ্তাহ ধরে দাবানলের প্রকোপে বিধ্বস্ত। সেই সঙ্গে এবার দাবানল ছড়াচ্ছে তুরস্কের একাংশেও।

You might also like!