Health

10 months ago

Child Health Tips: শিশুর ওজন অতিরিক্ত বেড়ে গেলে ক্ষতি হতে পারে! সন্তানের স্বাস্থ্যের যত্ন নিতে মানুন এই টিপস

Child Health Tips
Child Health Tips

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্বাস্থ্যবান শিশুদের দেখতে ভাল লাগলেও শিশুরা অত্যাধিক মোটা হয়ে যাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। শিশুদের মেদ বৃদ্ধির ফলে একাধিক শারীরিক সমস্যা দেখা দিতে পারে।  থায়রডের সমস্যা ছাড়াও বিভিন্ন রোগ বাসা বাঁধতে পারে অল্প বয়সেই। সেক্ষেত্রে শিশুদের অতিরিক্ত ওজন থাকা একদমই ভাল নয়। কিন্তু এমন অনেক বাচ্চা আছে যারা খুব একটা বেশি না খেলেও তাদের ওজন বেড়ে যায়। এক্ষেত্রে কিছু সাধারণ বিষয় লক্ষ রাখলেই সমস্যার সমাধান হতে পারে। আসুন জেনে নেওয়া যাক শিশুদের যাদে অতিরিক্ত ওজন না বেড়ে যায় তার জন্য কী কী টিপস মানতে হবে-

শরীর চর্চার মধ্যে রাখতে হবে- শিশুদের শরীরচর্চার মধ্যে রাখতে হবে অর্থাৎ নিয়মিত যোগ ব্যায়াম অভ্যাস বা অন্য যেকোনও বডি অ্যাক্টভিটির মধ্যে রাখতে হবে। এতে শিশুর দেহে বাড়তি মেদ জন্মাবে না।

জাঙ্ক ফুড এড়িয়ে চলতে হবে- শিশুদের একেবারেই জাঙ্কফুড দেওয়া চলবে না। জাঙ্কফুডে কোনও রকম পুষ্চিগুণ থাকে না কিন্তু এই খাবার সহজেই শরীরকে রোগের বাসা বানিয়ে দেয়। জাঙ্কফুডে থাকে অতিরিক্ত ফ্যাট যা শিশুদের পুষ্টি তো দেয়ই না বরং ওজন বারিয়ে দেয়।

ব্রেকফাস্ট খেতে হবে- সকালের খাবার ঠিক করে না খেলেই ওজন বেড়ে যায়। তাই শিশুদের অবশ্যই পুষ্টিযুক্ত ব্রেকফাস্ট দিতে হবে। সবজি দেওয়া খিচুড়ি, রুটি সবজি বা চিকেন স্যুপ ও দেওয়া যেতে পারে।

অতিরিক্ত টিভি দেখা চলবে না- অনেক শিশু আছে লেখাপড়া ছাড়া শুধু টিভি দেখে সময় কাটায়। বিকেলে খেলার সময়তেও টিভি দেখে। বসে বসে ঘন্টার পর ঘন্টা টিভি দেখা শরীর ও চোখ উভয়ের জন্যই অত্যন্ত ক্ষতিকর। এবং শরীরে কোনও রকম অ্যাক্টিভিটি না হওয়ায় বসে বসে টিভি দেখলে মোটা হয়ে যাওয়ার সমস্যা বাড়ে। তাই শিশুদের বেশিক্ষ টিভি দেখা এড়িয়ে চলতে হবে।

পর্যাপ্ত ঘুম- শিশুদের জন্যেও কিন্তু ঘুম প্রয়োজন। ঠিক কর েঘুম না হলে শরীরে মেদ বেড়ে যায়। তাই সুস্থ থাকতে প্রতিটি শিশুকে নিয়ম মেনে ৮ থেকে ৯ ঘন্টা ঘুমাতেই হবে।

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

You might also like!