Breaking News
 
Droupadi Murmu : রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দীপাবলির শুভেচ্ছা Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায়

 

Health

2 weeks ago

Health Benefits of Yogurt: ওজন কমাতে ব্যর্থ? ডায়েট চার্টে টক দই রাখলেই দেখবেন চমকপ্রদ পরিবর্তন!

Health Benefits of Yogurt
Health Benefits of Yogurt

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: উৎসব শেষে এ বার রোজের নিয়মে ফেরার পালা। পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া হয়েছে। বেশিরভাগ দিনই রেস্তোঁরার খাবারেই হয়েছে উদরপূর্তি। স্বাভাবিক ভাবেই ওজনের পারদও খানিকটা উর্ধ্বগামী। দ্রুত বাড়তি ওজন ঝরানোর উপায় খুঁজছেন অনেকেই। পুষ্টিবিদেরা জানাচ্ছেন, ওজন কমানো তাড়াহুড়োর বিষয় নয়। শরীরের গতিপ্রকৃতি অনুযায়ী, ওজন ঝরানোর প্রক্রিয়া শুরু করা জরুরি।

পুজোয় শরীরচর্চার কথা মাথাতেও আসেনি কারও। তবে পুজোর অনিয়ম কাটিয়ে ফিট হতে শরীরচর্চা করতেই হবে। শরীরচর্চা করার পাশাপাশি নজর দিতে হবে ডায়েটেও। তেল-মশলাদার খাবার খাওয়া কমাতে হবে। তবে দ্রুত পুরোনো চেহারায় ফিরতে ভরসা রাখতে পারেন টক দইয়ের উপর। ওজন কমাতে টক দইয়ের বিকল্প নেই। তবে শুধু টক দই খেলে হবে না। কী ভাবে টক দই খেলে কমবে ওজন, সেটা জানতে হবে।

টক দইয়ের সঙ্গে ওটসের জুটি সত্যিই অনবদ্য। সকালের জলখাবারে খেতে পারেন ওটস দই মশলা। ওট্‌স নরম করে সেদ্ধ করতে বসান। সেদ্ধ হয়ে এলে এতে মেশান পেঁয়াজ কুচি, শসা কুচি, গাজর, টম্যাটো কুচি, সামান্য লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন। এ বার একটি পাত্রে তেল গরম করে তাতে সর্ষে ও ধনেপাতা ফোড়ন দিয়ে ওট্‌স আর সব্জিগুলি দিয়ে দিন। একটু নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি ওট্‌স সব্জি মশলা।

ওজন কমাতে দই খাওয়ার অন্য উপায়ও আছে। সব্জি আর দই দিয়ে বানিয়ে নিতে পারেন রায়তা। একটি পাত্রে কুচি করে কাটা টম্যাটো, পেঁয়াজ, জিরে গুঁড়ো, লঙ্কা কুচি, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং বেশি করে টক দই একসঙ্গে মিশিয়ে বানিয়ে নিন রায়তা।

You might also like!