Health

1 year ago

Adino Virus : রাজ্যে অ্যাডিনো পরিস্থিতি নিয়ে বিধানসভায় বিজেপির বিক্ষোভ

Subhendu Adhikari
Subhendu Adhikari

 

কলকাতা, ৯ মার্চঃ  রাজ্যে অ্যাডিনোভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারপক্ষের বিবৃতি দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার অধিবেশন চলার মাঝেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। তাঁরা সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

বিজেপির অভিযোগ, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে। মুখ্যমন্ত্রী বিবৃতি দেওয়ার পরেও অ্যাডিনোভাইরাস আক্রান্ত হয়ে একের পর এক শিশুর মৃত্যু হচ্ছে কী ভাবে, তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি বিধায়করা। জবাবে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “মুখ্যমন্ত্রী বিধানসভায় নিজে এ বিষয়ে বিবৃতি দিয়েছেন। আপনি সে দিন সদনে ছিলেন না।”

মন্ত্রী এই কথা বলার পরেই বিরোধীরা হইচই শুরু করেন। অধিবেশন মুলতুবি হয়ে যায়। এর পর বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধীরা। বিজেপির দাবি, রাজ্যের বিভিন্ন হাসপাতালে একের পর এক শিশুমৃত্যু নিয়ে বিবৃতি দিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে। পরে এই বিষয়ে সাংবাদিক বৈঠক করে রাজ্যের তৃণমূল সরকারের উদ্দেশে তোপ দাগেন শুভেন্দু।

You might also like!