Breaking News
 
F-35 crash:ক্যালিফোর্নিয়ার আকাশে ভয়াবহ দুর্ঘটনা, ভস্মীভূত মার্কিন এফ-৩৫ জেট Nabanna: নাইট শিফটে মহিলা কর্মীদের সুরক্ষায় গাইডলাইন আনতে চলেছে রাজ্য সরকার, প্রস্তুত খসড়া প্রস্তাব! President Droupadi Murmu to visit West Bengal: কল্যাণী এইমসের সমাবর্তনে যোগ দিতে আজ বাংলায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যাবেন দক্ষিণেশ্বরেও! New York shooting: মিডটাউন ম্যানহাটনে বন্দুকবাজের হামলায় নিহত ৪, মৃতদের মধ্যে পুলিশ অফিসারও; আততায়ী নিকেশ! CM Mamata Benerjee: কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ফের সরব মুখ্যমন্ত্রী, বোলপুর প্রশাসনিক বৈঠকে উন্নয়নের রূপরেখা স্থির! Thailand-Cambodia Conflict: দক্ষিণ-পূর্ব এশিয়ায় উত্তেজনার বিস্ফোরণ — থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে প্রাণ গেল ১২ জনের!

 

Life Style News

1 day ago

Healthy Living Tips:জলের গল্পে জীবন, খালি পায়ে চলার পথে অঙ্কিতার সঙ্গী ডিটক্স ওয়াটার!

detox water for health
detox water for health

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : "স্বাস্থ্যই জীবনের প্রকৃত মূলধন"—এই মন্ত্রেই বিশ্বাসী অঙ্কিতা লোখান্ডে। শরীর ও মন সুস্থ থাকলে তবেই চারপাশের জগতটা সুন্দর মনে হয়—এমনই দৃঢ় বিশ্বাস তাঁর। তাই জীবনের প্রতিটি দিন তিনি কাটান এক নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে। তাঁর দিনযাপনে রয়েছে একাধারে কঠোর শৃঙ্খলা, মনঃসংযোগ, এবং কিছু প্রাচীন রীতিনীতির চর্চা।

সকালের শুরু থেকেই শুরু হয় নিজের যত্ন—শরীরচর্চা থেকে সুষম আহার, মনের প্রশান্তির জন্য ধ্যান-যোগ—সবটাই তাঁর রুটিনের অঙ্গ। শুধু স্বাস্থ্য নয়, পেশা ও পারিবারিক জীবনেও তিনি সমান দক্ষতায় ভারসাম্য রাখেন। জীবনের নানা চড়াই-উতরাইয়ের পরেও নৃত্যকলার সঙ্গে নিবিড় বন্ধনে আবদ্ধ থেকে খুঁজে নেন নিজের আনন্দ ও আত্মতৃপ্তি।

অঙ্কিতার এই সংযত ও মননশীল জীবনশৈলী নিঃসন্দেহে আজ অনেকের কাছেই হয়ে উঠেছে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।


সম্প্রতি অঙ্কিতা নিজের দিনলিপি প্রকাশ করলেন অনুরাগীদের জন্য—


সকাল শুরু হয় রুপোর গ্লাসে রাতভর ভেজানো কেশর-জল পান করে। রাতে ২-৩টি কেশর ভিজিয়ে রেখে দেন অঙ্কিতা। তার পর সুর্যের আলোয় সিক্ত হয়ে খালি পায়ে হাঁটেন তিনি। মাটির স্পর্শ দিয়েই সকাল শুরু হয় তাঁর। অঙ্কিতা মনে করেন, জল নাকি সব শুনতে পায়। জলেই তিনি ইতিবাচক শক্তির সন্ধান পান। তাই জলের সঙ্গে কথা বলেন, কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর কথায়, ‘‘প্রকৃতি আপনাদের কথা শুনতে পায়। তাই সততা, বিশ্বাস ও প্রেমের অনুভূতি নিয়ে তার সঙ্গে কথা বলা উচিত। সে উত্তর দেবে।’’ এই অনুশীলনই নাকি তাঁর গোটা দিনের মেজাজ ও শক্তির উৎস। এর পর স্বামী ভিকি জৈন এবং অঙ্কিতা এক গ্লাস ডিটক্স ওয়াটার পান করেন। তাতে থাকে, মেথির বীজ, দারচিনি, মৌরি, জোয়ান, রসুন, নিজের গাছের অ্যালোভেরা জেল, ত্রিফলা, ব্রাহ্মী, আমলকির গুঁড়ো, অশ্বগন্ধা, কালোজিরের তেল, দেশি গরুর ঘি, লেবুর রস, শিলাজিৎ। সারারাতের ভেজানো বাদামও খান দম্পতি।


রান্নাঘরের উপকরণ ব্যবহার করেই রোজের সৌন্দর্যচর্চার রীতি তৈরি করেছেন অঙ্কিতা। ত্বকে বার্ধক্যের ছাপ দূর করার উপায়ও তিনি খুঁজে পেয়েছেন প্রকৃতির মাঝেই। রোজ তিনি তিসির বীজ, মেথি বীজ, ভিটামিন ই ক্যাপসুল, অ্যালোভেরা জেল এবং চালের জল মিশিয়ে বরফের ট্রেতে রেখে দেন। প্রতি দিন সকালে সেটি মুখে ঘষে নেন। ঘুম থেকে ওঠার পরেই এই অভ্যাসের ফলে তাঁর ত্বক জলের ছোঁয়া পায়, হাই়ড্রেটেড হয়ে যায় বলে দাবি অঙ্কিতার। টেলি-নায়িকার কথায়, ‘‘আপনি ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে এগুলি আপনার ত্বককে হাইড্রেট করে। আমি প্রায় ২-৩ মাস ধরে এটি করছি এবং আশ্চর্য ফল পাচ্ছি। বরফের এই কিউবগুলি শীতল এবং পুষ্টিকর। ফলে তাৎক্ষণিক হাইড্রেশন দেওয়ার পাশাপাশি রক্ত সঞ্চালন বাড়ায় এবং ত্বককে টানটান করে। আমার ত্বকও আমার সঙ্গে সঙ্গে সজাগ হয়ে ওঠে।’’ অঙ্কিতার ত্বকচর্চার রুটিন মূলত শীতল জলের উপর নির্ভরশীল। আর তাই এর পাশাপাশি প্রতি দিন সকালে বরফ জলে মুখ ডুবিয়ে রাখার রীতিও অনুসরণ করেন। অঙ্কিতা যদিও এই রীতির কথা জেনেছেন ইনস্টাগ্রাম থেকেই, কিন্তু নিজের উপর প্রয়োগ করে দেখেছেন, তিনি উপকৃত হচ্ছেন। অভিনেত্রী বরফ জলের মধ্যে শসার টুকরো এবং লেবুর জল মিশিয়ে নেন রোজ। তাঁর মতে, এই শীতল জল স্নায়ু স্পর্শ করার সঙ্গে সঙ্গে মনের উদ্বেগ-উৎকণ্ঠা দ্রুত কমে যায়। অঙ্কিতা বলছেন, ‘‘ত্বককে টানটান করা, ফোলা ভাব কমানোর পাশাপাশি মানসিক প্রশান্তি এনে দেয় এই জল। আমি ১০ বার মুখ ডোবাই এতে। এ থেকে গাঁটে ব্যথা ও প্রদাহজনিত সমস্যা থেকেও মুক্তি মেলে।’’

You might also like!