Game

1 week ago

Afghanistan: টি-টোয়েন্টি বিশ্বকাপ : সর্বোচ্চ রান, উইকেট, সবই এখন আফগানিস্তানের

T20 World Cup: Highest runs, wickets, everything now belongs to Afghanistan
T20 World Cup: Highest runs, wickets, everything now belongs to Afghanistan

 

নিউইয়র্ক, ১৫ জুন: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩টি ম্যাচ জয়ে আফগানিস্তানের নেট রানরেট এখন ৪.২৩০, যা ২০ দলের মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ নেট রানরেট ‘বি’ গ্রুপে থাকা অস্ট্রেলিয়ার ( ৩.৫৮০)। ওপেনার রহমানউল্লাহ গুরবাজ এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক, ৩ ম্যাচে ১৫৪.৬৩ স্ট্রাইকরেটে এই ডানহাতি করেছেন ১৬৭ রান। দ্বিতীয় সর্বোচ্চ ১৪১ রান করেছেন যুক্তরাষ্ট্রের অ্যারন জোনস।

আর ফজলহক ফারুকী সর্বোচ্চ উইকেটশিকারি। ১টি ফাই-ফারস ও ১টি ফোর-ফারসহ ৩ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন তিনি। ৮ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে প্রোটিয়া পেসার এনরিখ নর্কিয়া।


You might also like!