Game

3 days ago

Afghanistan vs Australia:আফগানিস্তানের জয়, বিশ্বকাপ থেকে বিদায় নিল অস্ট্রেলিয়া

Afghanistan vs Australia
Afghanistan vs Australia

 

কিংসটন, ২৫ জুন : রশিদ খানের ঘূর্ণিতে শেষ পর্যন্ত হার হল বাংলাদেশের। আর বাংলাদেশের হারে সুপার এইট থেকে অস্ট্রেলিয়াকেও বিদায় নিতে হল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথমবার আফগানিস্তানের কাছে হারল বাংলাদেশ। এর আগে প্রতিবারই জয় পেয়েছে টাইগাররা। অল্প রানের ম্যাচ। কিংসটনে আফগানিস্তানের দেওয়া মাত্র ১১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৫ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। তাতে বৃষ্টি আইনে ৮ রানে জয় পায় আফগানরা।

মঙ্গলবার বাংলাদেশকে একাই টেনেছেন ওপেনার লিটন দাস। ৫৪ রানের অপরাজিত ইনিংস বাংলাদেশকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন তিনি । তবে কারও সাহায্য না পাওয়ায় শেষ পর্যন্ত লিটন দলকে জেতাতে পারেননি।

আর আফগানিস্তানের হয়ে জয়ের দুই নায়ক ছিলেন অধিনায়ক রশিদ খান (৪ ওভারে ২৩ রানে ৪ উইকেট) আর নাভিন উল হক ( ৩.৫ ওভারে ২৬ রানে ৪ উইকেট)। ম্যাচের শেষ দুই বলে ইক তাসকিন ও মোস্তাফিজকে আউট করেন । আর ম্যাচ সেরাও হয়েছেন নাভিন উল হক।


You might also like!