Game

2 days ago

Euro Championship:ইউরো চ্যাম্পিয়নশিপ : ফ্রান্স ও নেদারল্যান্ডকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন অস্ট্রিয়া

Group champion Austria behind France and Netherlands
Group champion Austria behind France and Netherlands

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ : গ্রুপের দুই হেভিওয়েট দল ফ্রান্স এবং নেদারল্যান্ডকে পেছনে ফেলে গ্রুপ সেরা হয়ে অস্ট্রিয়া পরের রাউন্ডে গেল। প্রায় অসম্ভব কাজটা করে দেখাল রালফ রাংনিকের দল। গ্রুপের প্রতিটি ম্যাচেই দাপুটে পারফর্ম করেছে দলটি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ভালো খেলে হেরেছে অস্ট্রিয়া। দ্বিতীয় ম্যাচ পোল্যান্ডকে উড়িয়ে দেয়ার পর শক্তিশালী ডাচদেরও হারিয়েছে তারা। অবিশ্বাস্য কামব্যাক।

বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে মঙ্গলবার রাতে (২৫ জুন) ‘ডি’ গ্রুপের শেষ রাউন্ডে নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারিয়েছে অস্ট্রিয়া। এই ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে পোল্যান্ড বিদায় নিয়েছে, অস্ট্রিয়া উঠে গেছে শীর্ষে। ৩ ম্যাচে ১ জয় এবং ২ ড্র নিয়ে দুইয়ে ফ্রান্স। আর ১ জয় এবং ১ ড্র এবং একটি ম্যাচ হেরে তিনে নেদারল্যান্ডস। উল্লেখ্য, ১৯৯০ সালে সর্বশেষ নেদারল্যান্ডসকে হারিয়েছিল অস্ট্রিয়া। এরপর গত ৩৪ বছরে তারা টানা সাত বার হারের মুখ দেখেছে।


You might also like!