Country

1 week ago

Bomb threat to BMC headquarters:বিএমসি–র সদর দফতর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, পুলিশি তদন্ত শুরু

Bomb threat to BMC headquarters
Bomb threat to BMC headquarters

 

মুম্বই, ১৯ জুন : বৃহন্মুম্বই পুরসভা ভবন (বিএমসি)-এর সদর দফতর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এল। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে বিএমসি-র সদর দফতরে বোমাতঙ্ক ছড়ায়। একটি ইমেল পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে তল্লাশি চালিয়েও কোনও সন্দেহজনক কিছু মেলেনি বলেই পুলিশ সূত্রে খবর।

মুম্বই পুলিশ জানিয়েছে, ‘‘অজ্ঞাতপরিচয় ব্যক্তি ইমেল পাঠিয়ে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। তবে আমরা তল্লাশি চালিয়েও সন্দেহজনক কিছু পাইনি। তবে এই হুমকি ইমেল পাওয়ার পর বিএমসির সদর দফতরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। হুমকি ইমেল পাঠানোর নেপথ্যে কে বা কারা রয়েছে, তার খোঁজ শুরু হয়েছে।’’ ওই পুলিশ কর্তা আরও দাবি করেছেন, প্রেরক ভিপিএন নেটওয়ার্ক ব্যবহার করে ইমেল পাঠিয়েছিল।


You might also like!