West Bengal

1 week ago

Ramnagar:রামনগরে দোকানের মধ্যে ঢুকে গেল বাস, সৌভাগ্যবশত কেউ হতাহত হননি

A bus rammed into a shop in Ramnagar
A bus rammed into a shop in Ramnagar

 

পূর্ব মেদিনীপুর, ২০ জুন : পূর্ব মেদিনীপুরের রামনগরে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস হুড়িমুড়িয়ে সোজা ঢুকে গেল রাস্তার পাশের একটি দোকানে। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার বাসটি দিঘার দিক থেকে রামনগর হয়ে এগরার দিকেই যাচ্ছিল। রামনগরে পৌঁছনোর পর একটি টার্নের মুখে টার্ন নিতে গিয়ে রাস্তার পাশের একটি দোকানের মধ্যে ঢুকে পড়ে।

তাতে বেশ কয়েকটি অস্থায়ী ও দু'টি স্থায়ী দেকান ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের দাবি, তীব্র গরমের জেরে বাসের চালক হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। আর তার জেরেই এই বিপত্তি। যদিও এই ঘটনায় কেউই আহত হননি। দ্রুত ওই চালককে চিকিৎসকার জন্য দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এলাকায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


You might also like!