দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শেষ মুহূর্তে স্নাতকোত্তর স্তরের মৌখিক পরীক্ষা বাতিল করল বর্ধমান বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুধবার রাতে একটি বিজ্ঞপ্তি জারি করে জানায়, বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলা বিভাগের টার্ম পেপারের মৌখিক পরীক্ষা এবং কমিউনিটি এনগেজমেন্টের মৌখিক পরীক্ষা আপাতত স্থগিত করা হচ্ছে। তবে কবে এই পরীক্ষা নেওয়া হবে, সে বিষয়ে কিছু স্পষ্ট করেনি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, একাধিক ছাত্রছাত্রী কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, বৃহস্পতিবার যাতায়াতের সমস্যা হতে পারে। এই পরিস্থিতিতে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছানো সম্ভব নাও হতে পারে অনেকের পক্ষে। সেই কারণেই এই সিদ্ধান্ত।
তবে এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। ওয়াকিবহল মহলের মতে, আজ, অর্থাৎ বৃহস্পতিবার, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবস। এই উপলক্ষে বহু ছাত্রছাত্রী কলকাতায় অনুষ্ঠানে যোগ দিতে যান। ফলে গণপরিবহণে সমস্যা হতে পারে বলেই পরীক্ষাটি বাতিল করা হয়েছে বলে অভিযোগ। বাম ছাত্র সংগঠনগুলির দাবি, শাসকদলের ছাত্র সংগঠনের স্বার্থে পরীক্ষার আগের রাতে হঠাৎ এমন সিদ্ধান্ত গ্রহণ স্বাভাবিক ভাবেই শিক্ষার পরিপন্থী। যদিও টিএমসিপি (তৃণমূল ছাত্র পরিষদ) এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে, যেখানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বাতিল করা হয়েছে, সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময় অনুযায়ীই পরীক্ষা শুরু হয়েছে। এই দ্বৈত নীতি নিয়েও উঠছে প্রশ্ন।