Country

3 hours ago

Punjab LPG blast:পঞ্জাবের হোশিয়ারপুরে এলপিজি প্ল্যান্টে আগুনে মৃত দুই, আহত ২৩ জন

LPG plant fire Hoshiarpur
LPG plant fire Hoshiarpur

 

হোশিয়ারপুর, ২৩ আগস্ট : পঞ্জাবের হোশিয়ারপুরে এলপিজি প্ল্যান্টে আগুনে প্রাণ হারালেন দু'জনএছাড়াও এই অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৩ জন দগ্ধ ও আহত হয়েছেন। শুক্রবার রাতে হোশিয়ারপুর জেলায়, হোশিয়ারপুর-জলন্ধর সড়কের ওপর মান্ডিয়ালা গ্রামে হিন্দুস্তান পেট্রোলিয়াম এলপিজি প্ল্যান্টে ভয়াবহ আগুনে লাগে। ডেপুটি কমিশনার আশিকা জৈনের মতে, সন্দেহ করা হচ্ছে, শিল্পাঞ্চল এলাকায় এলপিজি ট্যাঙ্কার দুর্ঘটনার কারণে আগুন লেগেছিল এবং দু'জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

হোশিয়ারপুর সিভিল হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ কুলদীপ সিং বলেছেন, অগ্নিকাণ্ডের ঘটনার পর শুক্রবার রাতে ২৩ জন দগ্ধ ব্যক্তিকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। তাঁদের মধ্যে ১৫ জনকে বিশেষ হাসপাতালে রেফার করা হয়েছে, যার মধ্যে দু'জনকে আদমপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি জানান, হোশিয়ারপুর সিভিল হাসপাতালে সাতজন রোগী চিকিৎসাধীন রয়েছেনএকজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল, আর একজন পরে বেসরকারি হাসপাতালে মারা যান।

You might also like!