Country

3 months ago

Weather forecast by IMD: স্বস্তি ফেরার পূর্বাভাস পঞ্জাব ও হরিয়ানায়, দিল্লিতেও ২-৩ দিনের বৃষ্টির প্রত্যাশা

Relief forecast in Punjab and Haryana, 2-3 days of rain expected in Delhi too
Relief forecast in Punjab and Haryana, 2-3 days of rain expected in Delhi too

 

নয়াদিল্লি, ১৯ জুন: পঞ্জাব ও হরিয়ানার জন্য অবশেষে স্বস্তির বার্তা দিল ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। ভারতীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, পঞ্জাব ও হরিয়ানা-সহ ভারতের উত্তর-পশ্চিম হিমালয় অঞ্চলে আগামী ২৪ ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে আকাশ থাকবে মেঘলা, পঞ্জাব ও হরিয়ানায় তাপপ্রবাহের পরিস্থিতিও কমতে পারে।

আইএমডি আরও জানিয়েছে, দিল্লিতে আপাতত কমলা সতর্কতা জারি থাকছে। আগামী ২-৩ দিনের মধ্যে দিল্লিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিহারে জারি থাকছে কমলা সতর্কতা এবং ঝাড়খণ্ডে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে, আপাতত গরমের দাপট থেকে রেহাই পাবে না উত্তর প্রদেশ। পূর্ব ও পশ্চিম উত্তর প্রদেশে আগামী ২২ জুন পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা থাকছে। এই পূর্বাভাসের মধ্যেই মঙ্গলবার রাতে স্বস্তির বৃষ্টিতে ভিজেছে বারাণসী।


You might also like!