Game

3 days ago

Pipe factory fire in Rajasthan:রাজস্থানে পাইপ কারখানায় আগুন, লক্ষাধিক টাকার ক্ষতি

Pipe factory fire in Rajasthan
Pipe factory fire in Rajasthan

 

চিতোরগড়, ২৫ জুন : রাজস্থানের কাপাসন মহকুমা এলাকায় অবস্থিত একটি পাইপ কারখানায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনের খবর পেয়ে কাপাসন থানার পুলিশ ও পৌরসভার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন আশেপাশে ছড়িয়ে না পড়ায় মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

কাপাসন মহকুমা সদরের কাছে রিকো এলাকায় অবস্থিত কামাল পাইপ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার ভোর ৫.৩০ মিনিটে এখানে আগুন লাগে বলে জানা গেছে। এই কারখানায় প্লাস্টিকের রোল পাইপ তৈরি করা হয়। ভয়াবহ আগুনে কারখানা মালিকের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখানে কারখানায় রাখা লাখ লাখ টাকার কাঁচামাল ও পাইপ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের খবর পেয়ে কাপাসন পৌরসভা ও চিতোরগড় পৌরসভার দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। এছাড়া সাতটি ট্যাঙ্কারের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কাপাসন পৌর স্বাস্থ্য পরিদর্শক রেখা কোদালি, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নন্দলাল মেনারিয়া সহ বহু সংখ্যক মানুষ ঘটনাস্থলে পৌঁছেছেন। কারখানার মালিক রাজেন্দ্র জৈন কারখানা প্রাঙ্গণেই তৈরি একটি বাড়িতে থাকেন। আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সাহায্যের জন্য ডাকাডাকি শুরু করেন তিনি। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায়, পাইপ কারখানার কাছে একটি পাওয়ার ট্রান্সফরমার মেরামত কারখানা রয়েছে সেটা রক্ষা পেয়েছে।


You might also like!