Business

3 months ago

Crude Oil Price: রেকর্ড উচ্চতায় অপরিশোধিত তেল, কলকাতায় পেট্রলের দাম জানুন

Petrol Diesel Price Kolkata (File Picture)
Petrol Diesel Price Kolkata (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আন্তর্জাতির বাজারে সর্বোচ্চ দরে বিকোচ্ছে অপরিশোধিত তেল। ফের একবার চড়েছে ব্রেন্ট ক্রুড অয়েল ও WTI ক্রুড অয়েলের দাম। যার জেরে আশঙ্কা দেখা দিয়েছে অভ্যন্তরীণ বাজারেও। দেশের মেট্রো সিটিগুলোতেও কি তবে বাড়ছে পেট্রল ও ডিজেলের দাম? যদি ক্রুড অয়েলের দিকে নজর দেওয়া হয়, তাহলে দেখা যাবে শেষ এক মাসের নিরিখে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে ব্রেন্ট ক্রুড।

মে মাসের 20 তারিখে ব্রেন্ট ক্রুড অয়েলের ব্যারেল প্রতি দাম ছিল 83.46 ডলার। তারপর থেকে দামের গতি ছিল নিম্নমুখী। মাঝে 28 মে এই দাম বেড়ে হয় 83.94 ডলার। কিন্তু তখনও 84 ডলারের গণ্ডি পেরোতে পারেনি ব্রেন্ট ক্রুড অয়েল। অবশেষে 17 জুন সেই রেকর্ড ব্রেক করে অপরিশোধিত তেল। আমেরিকান সময় অনুযায়ী, 17 জুন (ভারতীয় সময় 18 জুন) ব্রেন্ট ক্রুড অয়েলের দাম 84 ডলার পার করে গিয়েছে। ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুডের দাম রয়েছে 84.43 ডলার।

গুরুত্বপূর্ণ বিষয় হল, বিশ্ব বাজারে জ্বালানির দামের দিকে নজর দেওয়ার পর সকাল 6টায় সরকারি তেল কোম্পানিগুলো প্রতিদিন জ্বালানির দাম আপডেট করে। ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় পরিবর্তন ঘটলে তার প্রভাব পড়ে দেশের বাজারেও। যদিও গত 2 মাসের বেশি সময় কলকাতা তথা অন্য মেট্রো সিটিতে জ্বালানির দামে কোনও পরিবর্তন নজরে আসেনি। এদিনও জ্বালানির দাম রয়েছে অপরিবর্তিতই।

দেখে নেওয়া যাক দেশের কোন মেট্রো শহরে, পেট্রল ও ডিজেলের দাম কত রয়েছে-

নয়াদিল্লি: মেট্রো শহরের নিরিখে পেট্রল ও ডিজেলের দাম সবচেয়ে সস্তা রয়েছে নয়া দিল্লিতে। এদিন রাজধানী শহরে পেট্রলের প্রতি লিটারের দাম রয়েছে 94.72 টাকা ও ডিজেল বিকোচ্ছে লিটার প্রতি 87.62 টাকা দরে।

মুম্বই: স্বপ্নপুরী মুম্বইতে কিন্তু জ্বালানির দামে মোটেই স্বস্তি নেই। উলটে মেট্রো সিটিগুলোর মধ্য়ে মুম্বইতেই জ্বালানির দাম সবচেয়ে বেশি। বাণিজ্য নগরীতে প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে 104.19 টাকা ও ডিজেল বিকোচ্ছে লিটার প্রতি 92.13 টাকা দরে।

কলকাতা: তিলোত্তমা নগরী কলকাতায় পেট্রল ও ডিজেলের দাম কবে কমবে, তা জানতে উৎসুক সাধারণ মানুষ। এদিন কলকাতায় পেট্রল বিকোচ্ছে 103.93 টাকা দরে ও ডিজেলের প্রতি লিটারের দাম রয়েছে 90.74 টাকা।

চেন্নাই: দক্ষিণের মেট্রো শহর চেন্নাইতে পেট্রলের প্রতি লিটারের দাম রয়েছে 100.73 টাকা ও ডিজেলের প্রতি লিটার বিক্রি হচ্ছে 92.32 টাকা দরে।

You might also like!