West Bengal

1 week ago

Nabadwip: প্রেমের টানে নবদ্বীপে ব্রাজিল সুন্দরী! শাঁখ-উলু দিয়ে বধূ বরণ বঙ্গ শাশুড়ির

Brazil beauty in Navadwip for love!
Brazil beauty in Navadwip for love!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সুদুর ব্রজিল থেকে নবদ্বীপে প্রেমিকের বাড়িতে এসে হাজির ম্যানুয়েলা আলভেস দা সিলভা। চার হাত এক হওয়ার অপেক্ষায় ম্যানুয়েলা আর কার্তিক। নদিয়ার নবদ্বীপ ব্লকের ফরেস্ট ডাঙ্গা এলাকার মণ্ডল পরিবারে এখন সাজ সাজ রব। ওই এলাকার বাসিন্দা দিলীপ মণ্ডলের পুত্র কার্তিক কর্মসূত্রে সুরাটে থাকেন। আর সেখানে থাকতেই চার বছর আগে সমাজ মাধ্যমে পরিচয় হয় সুদূর ব্রাজিলের বাসিন্দা ম্যানুয়েলা আলভেস দা সিলভার সঙ্গে। পরিচয় ধীরে ধীরে ভালোবাসার রূপ নেয়। প্রায় ছয় বছর ধরে তাঁদের সম্পর্ক। পরবর্তী সময়ে দু’জনেই বিয়ের জন্য রাজি হয়।

কার্তিক মণ্ডল জানান, এর পর প্রেমিকা এখানে আসে। ব্রাজিল থেকে নিজেই এদেশে চলে আসে। আমাদের বাড়িতেই বিয়ের আয়োজন করা হচ্ছে। আগামী শুক্রবার হচ্ছে শুভ পরিণয়। বাঙালি মতেই হবে বিয়ের আয়োজন। ইতিমধ্যে বাড়িতে শুরু হয়েছে বিয়ের প্যান্ডেল বাঁধা সহ সমস্ত রকমের তোড়জোড়। পাড়ার ছেলের বউ হবে বিদেশিনী। সে কারণে পাড়া পড়শির ঘুম নেই। কার্তিকের বিয়ে নিয়ে উৎসাহী তাঁরাও। প্রেমিক যুগলের পরিণয় দেখতে অপেক্ষায় রয়েছেন সকলে। বিয়েতে মত দিয়েছেন পাত্রীর ব্রাজিলে থাকা পরিবারও।

বিদেশি কন্যা অবশ্য নবদ্বীপে এসে বাঙালি আচার ব্যবহার শেখা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। মণ্ডল পরিবার জানায়, তাঁদের হবু বৌমা এখানে এসে বাঙালি খাবার খাচ্ছেন। তবে ব্যঞ্জনে ঝাল কিছুটা কম দিতে হচ্ছে। বাঙালি সাজে শাড়ি পরতেও আগ্রহী তিনি। তবে হবু বৌমার সঙ্গে কথাবার্তা বলছেন কী করে কার্তিকের বাড়ির লোকেরা? সেখানেও মুশকিল আসান করে দিয়েছে প্রযুক্তি। মোবাইলে নিজের ভাষায় ভাব প্রকাশ করছেন ম্যানুয়েলা। ট্রান্সলেটরের মাধ্যমে সেই বার্তা পড়ে নিচ্ছেন সকলেই। ভাষা, সংস্কৃতি, খাদ্যাভাস কোনওটাই বাধা হয়ে দাঁড়াবে না সম্পর্কের মাঝে, তাঁদের ছেলে, বৌমা ভালো থাকুক, এটাই চাইছেন পরিবারের সকলে।

You might also like!