Breaking News
 
Droupadi Murmu : রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দীপাবলির শুভেচ্ছা Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায়

 

Offbeat and viral

1 month ago

Viral Moment: দিদার জন্মদিনে মেগাফোন মাইক হাতে নাতির অভিনব সারপ্রাইজ—মুহূর্তেই ভাইরাল ভিডিও!

The grandma worked at a Costco Outlet in North Carolina
The grandma worked at a Costco Outlet in North Carolina

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নর্থ ক্যারোলিনার একটি দোকানে সম্প্রতি একটি মন ছুঁয়ে যাওয়া ঘটনা ঘটেছে। খুদে নাতিরা নিজের দিদার জন্মদিনে এমন চমক দেখালেন যে, উপস্থিত সকলের চোখে জল চলে আসে। নাতিকে ভালবেসে একটি মেগাফোন মাইক কিনে দিয়েছিলেন তার দিদা। সেই মাইকের সাহায্যে এবার খুদে নিজেই দিদাকে আনন্দিত করল। বৃদ্ধা একটি দোকানে কাজ করেন এবং জন্মদিনে ছুটি পাননি তিনি। তাই নাতি সিদ্ধান্ত নিলো, জন্মদিনে দিদাকে চমক দিতে মাইক হাতে দোকানে ঢুকে পড়বে। সকল ক্রেতার চোখের সামনে গলা ছেঁড়ে গান করে দিদাকে জন্মদিনের শুভেচ্ছা জানাল সে। সম্প্রতি এই হৃদয় ছুঁয়ে নেওয়া মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।  গান শেষ হতেই অন্য এক খুদে ছোট্ট পায়ে এগিয়ে গিয়ে দিদাকে বেলুন এবং ফুলের তোড়া উপহার দেয়।

যারা দোকানে উপস্থিত ছিলেন অর্থাৎ ক্রেতারা, নাতিদের এই অভিনব কাণ্ড দেখে তালি বাজাতে থাকেন। বৃদ্ধার চোখে তখন আনন্দে জল চলে আসে। এই আবেগঘন মুহূর্তের ভিডিওটি সম্প্রতি ‘এবিসি৭শিকাগো’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছে আর অবশ্যই নেটিজেনদের আকর্ষণ কেড়েছে। অনেকেই কমেন্টে জানিয়েছেন, এই ছোট্ট কিন্তু আন্তরিক কাণ্ডকারখানার মাধ্যমে দিদার জন্মদিন বেশ স্মরণীয় হয়ে উঠেছে। নাতিরা প্রমাণ করেছেন, কোনো বড় উপহার নয়, ভালোবাসা এবং মনোযোগ দিয়েই প্রিয়জনকে সবচেয়ে বেশি আনন্দ দেওয়া সম্ভব।  

You might also like!