Breaking News
 
Droupadi Murmu : রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দীপাবলির শুভেচ্ছা Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায়

 

Offbeat and viral

1 month ago

Wild animal viral video: জঙ্গলে ব্ল্যাক মাম্বা বনাম ইগল, আচমকাই হাজির সিংহী! তিন প্রাণীর লড়াইয়ের ভিডিয়ো ভাইরাল

Epic Battle Between Lions, Black Mamba and Eagle
Epic Battle Between Lions, Black Mamba and Eagle

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: জঙ্গলের অন্ধকারে, হঠাৎ শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই — একদিকে বিশ্বের অন্যতম বিষাক্ত সাপ ব্ল্যাক মাম্বা, অন্যদিকে আকাশের রাজা ইগল। হিংস্রতা ও বুদ্ধির লড়াই চলছিল দু’জনের মধ্যে। কিন্তু এই লড়াই হঠাৎই অন্য মোড় নেয়, যখন সেখানে আবির্ভাব ঘটে এক সিংহীর! সোশ্যাল মিডিয়ায়  ছড়িয়ে পড়েছে সেই চমকে দেওয়া দৃশ্যের ভিডিও, যা এখন ভাইরাল। 

ভিডিয়োর শুরুতে দেখা যায়,জঙ্গলের মধ্যে ভয়ঙ্কর লড়াই চলছে একটি ইগল এবং একটি ব্ল্যাক মাম্বার মধ্যে। কিছু ক্ষণ লড়াইয়ের পর ইগলকে বাগে আনে সাপটি। লেজ দিয়ে পেঁচিয়ে ধরে তার গলা। এর পর শিকারের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে নিঃশব্দে। কিন্তু তখনই সেখানে পৌঁছোয় দুই সিংহী। তাদের মধ্যে এক সিংহী এগিয়ে যায় সাপ এবং  ইগলটির দিকে। কিছু ক্ষণ ল়ড়াই দেখার পর সে নিজেও সেই লড়াইয়ে যোগ দেয়। থাবা মারে সাপটির গায়ে। সাপটিও তেড়ে যায় সিংহীর দিকে। সিংহী সরে যায়। একই জিনিস বার বার হতে থাকলে হাল ছেড়ে দেয় ব্ল্যাক মাম্বা। ইগলকে ছেড়ে জঙ্গলে পালিয়ে যায় সে। অন্য দিকে, মরণপ্যাঁচ থেকে ছাড়া পেয়ে কোনও রকমে উঠে  দাঁড়ায় ইগল। সিংহী তাকে শিকার করার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু তাকে বোকা বানিয়ে সেখান থেকে পালায় ইগলটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।  

ভাইরাল হওয়া এই ভিডিয়োটি ‘সন্দীপ নীল’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে শেয়ার করা হয়েছে। প্রকাশের পর থেকেই ভিডিওটি ঝড় তুলেছে নেটদুনিয়ায়। ইতিমধ্যেই লক্ষ লক্ষ ভিউ ছাড়িয়ে গেছে, সঙ্গে হাজার হাজার লাইক, শেয়ার ও মন্তব্যে ভরে উঠেছে পোস্টটি। এক নেটাগরিক ভিডিয়ো দেখে লিখেছেন,  ‘‘জঙ্গল সত্যিই অদ্ভুত! এখানে বেঁচে থাকার লড়াইও আলাদা।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ভিডিয়ো প্রমাণ করে যে ভাগ্য আছে। না হলে ইগলের বাঁচার কথা নয়।’’ অপর একজন লিখেছেন, "এটা যেন জঙ্গলের বাস্তব থ্রিলার!"

You might also like!