kolkata

2 days ago

TMC:‘বিধানসভায় আসুন, আপনার কাছেই শপথ নেব’,জানালেন সায়ন্তিকা

Sayantika Banerjee on Oath Taking Controversy
Sayantika Banerjee on Oath Taking Controversy

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তৃণমূলের দুই জয়ী বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি ৷ মঙ্গলবার পুরো দিন চর্চায় ছিল উপনির্বাচনে জিতে আসা বিধায়কদের শপথের বিষয়টি । কিন্তু বুধবার কী হতে চলেছে, সে বিষয়টি স্পষ্ট হল না রাতেও, বরং বাড়ল জটিলতা । দিনভর চিঠি-পালটা চিঠি, তাই নিয়ে আলোচনা । অধ্যক্ষ, পরিষদীয় মন্ত্রী, জয়ী বিধায়ক, সকলের নানা ধরনের বার্তা সামনে এসেছে । একইসঙ্গে এসেছে রাজভবনের তরফে বক্তব্যও ।রাজ্যপালকে তাঁদের আর্জি,  “আমাদের আর্জি একটু ভেবে দেখুন। এই বিধানসভার গরিমার কথা আমরা জানি। আমাদের ইচ্ছা এখানে শপথ পড়ি। আপনিই আসুন বিধানসভায়। আমরা আপনার কাছেই শপথ গ্রহণ করব।” রাজভবন নতুন করে বিধায়কদের এই জোড়া চিঠির জবাব আর না দিলে তাদের তরফেও রাজভবনে শপথ পাঠের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সব প্রস্তুতি থাকবে বলে খবর।

 সায়ন্তিকার কথায়,”প্রথম চিঠিতে রাজ্যপাল বলেছিলেন, রাজভবনে এসে শপথ নিন। কিন্তু কার কাছে শপথ নেব তা বলা ছিল না। বিধানসভাকেও কিছু জানানো হয়নি। ফলে কার কাছে গিয়ে শপথ নেব, সেটা বুঝতে পারিনি।” তাঁর আরও সংযোজন, “আসলে সকলেরই তো কিছু আশা, স্বপ্ন থাকে। তাই আমাদের আর্জি, উনি (রাজ্যপাল) বিধানসভা এসে আমাদের শপথ পাঠ করান। বিধানসভার একটা ঐতিহ্য, গরিমা আছে। আমাদের তো অধ্যক্ষের অধীনেই কাজ করতে হবে এই বিধানসভায়। তাহলেই এখানেই শপথ নিলে ভালো হয়।” পরিশেষে সায়ন্তিকার সংযোজন, “শপথ না নিলে বিধায়ক হিসেবে কাজ শুরু করতে পারছি না। এখন মনে হচ্ছে, মানুষের ভোটে নির্বাচিত হয়েই বোধহয় ভুল করে ফেলেছি!”

বিষয়টি নিয়ে ‘বিরক্ত’ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও। তাঁর কথায়, “বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক। উপনির্বাচনে জিতে আসা দুই বিধায়কের শপথগ্রহণ নিয়ে এত জটিলতা কেন তৈরি করা হচ্ছে, কে জানে! বি আর আম্বেদকর নিজের বক্তব্যে বলেছিলেন, উপনির্বাচনে জিতলে সেই বিধায়কদের শপথবাক্য স্পিকারই পাঠ করাতে পারেন।”

লোকসভা নির্বাচনের সঙ্গে এই দুই বিধানসভায় উপনির্বাচন হয়। ফল ঘোষণা হয় একই দিনে। সেই থেকে প্রায় সপ্তাহ তিনেক কেটে গেলেও তাঁদের শপথ গ্রহণ করানো যায়নি। উপনির্বাচনে জয়ী বিধায়কদের শপথ নিয়ে টানাপোড়েন চলছে রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। 


You might also like!