Country

3 months ago

Arvind Kejriwal: ED-র পর আবগারি দুর্নীতিতে CBI-এর হাতে গ্রেফতার কেজরিওয়াল

Arving Kejriwal (File Picture)
Arving Kejriwal (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আরও বিপাকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় ED-র পর এবার CBI-এর হাতে গ্রেফতার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বুধবার দিল্লির ট্রায়াল কোর্টে আম আদমি পার্টির (আপ) আহ্বায়ক কেজরিওয়ালকে হাজির করা হয় তিহাড় কর্তৃপক্ষের তরফে। CBI ও কেজরিওয়ালের আইনজীবী দুই পক্ষই নিজেদের বক্তব্য রাখেন বিশেষ বিচারক অমিতাভ রাওয়াতের সামনে। আদালতে কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে সিবিআই। সেই আবেদন মঞ্জুর হয়। সিবিআইয়ের গ্রেফতারি নিয়ে কেজরিওয়ালের কৌঁসুলি বলেন, আদালতে কেজরিওয়ালের গ্রেফতারি চেয়েে সিবিআই যে আবেদন করেছিল ও তাঁকে জিজ্ঞাসাবাদের যে আদেশ দেওয়া হয়েছিল সেই বিষয় আগে থেকে জানানো হয়নি তাঁদের। কেজরিওয়ালের আইনজীবী বিবেক জৈন জানিয়েছেন, 'আমরা মিডিয়ার মাধ্যমেই খবর পাই। এবিষয় সিবিআই-এর তরফে আগে থেকে কোনও তথ্য জানানো হয়নি ও জিজ্ঞাসাবাদ নিয়ে আদালতের রায়ও আমাদের জানানো হয়নি।' মঙ্গলবার দিল্লি হাইকোর্ট অরবিন্দ কেজরিওয়ালের জামিন খারিজের পরেই তিহাড়ে গিয়ে তাঁকে জেরা করে সিবিআই। আবগারি মামলার সূত্র ধরেই এই জিজ্ঞাসাবাদ, তা-ও স্পষ্ট করা হয়েছে।

মঙ্গলবার দিল্লি হাইকোর্ট তাঁর জামিনের আদেশের উপর স্থগিতাদেশ দেয়। এরপরই আর এক কেন্দ্রীয় এজেন্সি সিবিআই মঙ্গলবার তিহাড় জেলে গিয়ে আবগারি দুর্নীতিকাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করে দিল্লির মুখ্যমন্ত্রীকে। বুধবার কেজরিওয়ালকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির করানোর অনুমতিও পায় সিবিআই। আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়ে বর্তমানে তিহাড় জেলে বন্দি দিল্লির মুখ্যমন্ত্রী। আদালতে আপ প্রধানকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালত সিবিআই-এর অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারির আবেদনে সাড়া দিয়েছে।

মঙ্গলবার তিহাড় জেলে কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি মামলায় সিবিআই জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের পর তাঁর বয়ান নথিবদ্ধ করা হয়েছে। উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে ইডি গ্রেফতার করেছিল কেজরিওয়ালকে। গত বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁর জামিন মঞ্জুর করে। শুক্রবার সকালে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে ইডি। ইডির আবেদনে সাড়া দিয়ে হাইকোর্ট কেজরিওয়ালের জামিন স্থগিত রাখে। শুক্রবার জরুরি ভিত্তিতে ইডির মামলা শোনে দিল্লি হাইকোর্ট। তবে শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল হাইকোর্ট। মঙ্গলবার দিল্লি হাইকোর্টে সেই মামলার শুনানি ছিল। শুনানি শেষে রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কেজরিওয়াল। বুধবার শীর্ষ আদালতে কেজরিওয়ালের মামলার শুনানি রয়েছে।

দিল্লির আবগারি দুর্নীতি মামলকারী আসলে সিবিআই। পরে ইডি মামলায় যুক্ত হয়ে তদন্ত শুরু করে। ইডির হাতেই গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী। তার আগে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া, তেলেঙ্গানার বিআরএস নেত্রী কে কবিতা প্রমুখকে গ্রেফতার করে ইডি। রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংকেও তাঁরা গ্রেফতার করেছিল। তিনি আপাতত জামিনে মুক্ত।

You might also like!