kolkata

3 months ago

Mamata Banerjee:"শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতা", ট্রেন দুর্ঘটনা নিয়ে বার্তা মমতার

"Wartime action has begun", Mamata's message on train accident
"Wartime action has begun", Mamata's message on train accident

 

কলকাতা, ১৭ জুন  : দার্জিলিং-এ ট্রেন দুর্ঘটনায নিয়ে এক্স বার্তায় সহমর্মিতার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক্স বার্তায় তিনি লিখেছেন, “দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া এলাকায় একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার কথা জেনে শোকাহত হয়েছি। বিশদ বিবরণের অপেক্ষায় রয়েছি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একটি পণ্য ট্রেনের সাথে ধাক্কা খেয়েছে বলে জানা গেছে। উদ্ধার, পুনরুদ্ধার, চিকিৎসা সহায়তার জন্য ডিএম, এসপি, চিকিৎসক, অ্যাম্বুলেন্স এবং বিপর্যয় দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতা।”

প্রসঙ্গত, সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদহের দিকে রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রাঙাপানি স্টেশনের কাছে ওই ট্রেনে পিছন দিক থেকে একটি মালগাড়ি ধাক্কা মারে। প্রাথমিকভাবে পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।


You might also like!