Game

3 days ago

Copa America:কোপা আমেরিকা: অসংখ‍্য সুযোগ হারিয়ে কোস্টারিকার সঙ্গে ড্র ব্রাজিলের

Brazil miss countless chances to draw with Costa Rica
Brazil miss countless chances to draw with Costa Rica

 

ক্যালিফোর্নিয়া, ২৫ জুন: মঙ্গলবার কোপা আমেরিকায় তাদের প্রথম ম্যাচে অসংখ‍্য সুযোগ হারিয়ে গোল শূন‍্য ড্র করে কোপা অভিযান শুরু করেছে ব্রাজিল।সর্বশক্তি দিয়ে রক্ষণ সামলানো কোস্টারিকার প্রতিরোধ ভাঙতে পারল না রদ্রিগো, রাফিনিয়ারা।এই প্রথম ব্রাজিল ও কোস্টারিকার ম‍্যাচ ড্র হল। আগের ১১ লড়াইয়ের মুখোমুখিতে ১০টি ম্যাচেই জিতেছিল ব্রাজিল আর একটিতে জিতেছিল কোস্টারিকা।

মঙ্গলবারের ম্যাচে ৭৪ শতাংশ বল দখলে রেখেছিল ব্রাজিল। গোলের জন‍্য ১৯ শট নেয় তারা, এর কেবল তিনটি ছিল লক্ষ‍্যে। আর কোস্টারিকার দুটি শটের একটিও ছিল না লক্ষ‍্যে।এই দিনই ‘ডি’ গ্রুপের আরেক ম‍্যাচে প‍্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়েছে কলম্বিয়া।


You might also like!