kolkata

6 days ago

Doreen: ভিসা, আনারের ফরেন্সিক রিপোর্ট প্রস্তুত, ডিএনএ পরীক্ষার জন্য আসছেন কন্যা ডরিন

Visa, Anar's forensic report ready, daughter Doreen coming for DNA test
Visa, Anar's forensic report ready, daughter Doreen coming for DNA test

 

কলকাতা, ২২ জুন: কলকাতায় চিকিৎসা করাতে এসে খুন হয়েছেন বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আনার। এই খুনের তদন্তে কলকাতায় আসছেন তাঁর কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন।

সূত্রের খবর, আনোয়ারুলকে হত্যা করার পর অন্তত ৮০ টুকরো করা হয় দেহ। নিউটাউনে আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় প্রায় ৪ কেজি মাংসের টুকরো। তারই ডিএনএ পরীক্ষার জন্য ভারতে আসছেন ডরিন।

ডরিনকে ফোন করে ডিএনএ নমুনা দিতে এক সপ্তাহের মধ্যে কলকাতায় আসার কথা ইতিমধ্যে বলা হয়েছে। মাংসের টুকরোর ফরেনসিক রিপোর্ট হাতে পেয়েছে পশ্চিমবঙ্গের তদন্তকারী সংস্থা সিআইডি।

বাবার মৃত্যুর দ্রুত বিচার চেয়ে সাংসদকন্যা ডরিন দেশের সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, “ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে বাবার মরদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে বলে জানতে পেরেছি। কিন্তু খণ্ডাংশ বাবার কি না তা নিশ্চিত করেনি পুলিশ। এজন্য ডিএনএ পরীক্ষার নমুনা দিতে কলকাতা পুলিশ ডাকলে সেখানে যাব। আমার ভারতীয় ভিসা হয়েছে। আমার বাবা হত্যার সঠিক বিচার চাই। অপরাধীদের কঠিন শাস্তির আওতায় এনে বিচার করা হোক।”

একসময় নানা বেআইনি যুক্ত থাকার অভিযোগ উঠেছিল আনোয়ারুলের বিরুদ্ধে। তা সত্ত্বেও কেন তাঁকে ভোটের টিকিট দেয় আওয়ামি লিগ সে নিয়েও মুখ খোলেন ডরিন। সম্প্রতি তিনি অভিযোগ করে বলেন, “আমার বাবা জনপ্রিয় মানুষ ছিলেন বলেই প্রধানমন্ত্রী তাকে পাঁচবার মনোনয়ন দেন। বাবার হত্যার বিচারের বিষয়টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য প্রতিপক্ষরা উঠে পড়ে লেগেছে।”


You might also like!