West Bengal

3 months ago

Mamata Banerjee:রেলের যাত্রীসুরক্ষার তীব্র সমালোচনা মমতার

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  'আমি জানি না, দেশে কী চলছে!' দুর্ঘটনা পরিস্থিতি দেখতে যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে পৌঁছে রেলের যাত্রীসুরক্ষার তীব্র সমালোচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানা করলেন কেন্দ্রীয় সরকারকে।

কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুলে, 'প্রশাসনের অবহেলা' নিয়ে এদিন প্রশ্ন তুলেছেন তিনি। রেলে বারবার কেন ফিরছে দুর্ঘটনা, প্রশ্ন তুলে তিনি বলেন, 'আপনারা জানেন, এর আগে পুরিতে যেটা হল, সেখানেও আমি গিয়েছিলাম। এখনও ওখানে মনে হয় প্রচুর মৃতদেহ পড়ে আছে। যাদের কোনও পরিচয় পাওয়া যায়নি। হয়তো একসঙ্গে পুড়িয়ে দেবে। অথচ যাদের গেল, তাঁদের গেল।

মমতা বলেন, “দেখুন দুর্ঘটনা হতেই পারে, এটা কারও হাতে নেই। ঠিক। কিন্তু সাথে সাথে এটাও ঠিক, ‘অ্যান্টি কলিশন ডিভাইস’ চালু করেছিলাম, কোথায় গেল? রেলে এখন যাত্রী নিরাপত্তা বলে কিছু নেই। পরিষেবা অত্যন্ত নিম্নমানের হয়ে গেছে। এখন উদ্বোধন ছাড়া রেলে আর কিছু হয় না। রেল এখন কার্যত অনাথ, বাজেট পর্যন্ত হয় না। ভোটে জিততেই ব্যস্ত থাকে কেন্দ্রীয় সরকার।'


You might also like!