দুবাই, ৬ সেপ্টেম্বর : আর কয়েক দিন বাদে ৯ সেপ্টেম্বর এশিয়া কাপ শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহীতে। এটি এশিয়া কাপের ১৭তম সংস্করণ । এবারের এশিয়া কাপ টি-২০ ফর্ম্যাটে খেলা হবে। এই নিয়ে মাত্র তৃতীয়বার এশিয়া কাপের আসর হবে টি-২০ ফর্ম্যাটে। বাকি ১৪টি এশিয়া কাপ হয়েছে ওয়ান ডে ফর্ম্যাটে। যার মধ্যে সবচেয়ে বেশিবার এশিয়া কাপের খেতাব জিতেছে ভারত । এরপর শ্রীলঙ্কা এবং পাকিস্তানের স্থান।
এশিয়া কাপের সূচনা ১৯৮৪ সালে হয়েছিল । সেই সময় ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের খেতাব জিতেছে। ভারত মোট ৮ বার এশিয়া কাপের খেতাব জিতেছে । ভারত ১৯৮৪, ১৯৮৮, ১৯৯০-৯১, ১৯৯৫, ২০১০, ২০১৬, ২০১৮ এবং ২০২৩ সালে এশিয়া কাপের খেতাব জিতেছে।
ভারতের পর শ্রীলঙ্কা এশিয়া কাপের সবচেয়ে সফল দল । শ্রীলঙ্কা ৬ বার এশিয়া কাপের খেতাব জিতেছে । শ্রীলঙ্কা ১৯৮৬, ১৯৯৭, ২০০৪, ২০০৮, ২০১৪ এবং ২০২২ সালে এশিয়া কাপের খেতাব জিতেছে।
পাকিস্তান এশিয়া কাপের ইতিহাসে মাত্র দু'বার খেতাব জিতেছে । ২০০০ সালে এশিয়া কাপে পাকিস্তান জিতেছিল। এরপর পাকিস্তানকে ১২ বছর অপেক্ষা করতে হয়েছিল । পাকিস্তান পুনরায় ২০১২ সালে এশিয়া কাপের খেতাব জেতে ।
এশিয়া কাপে ভারত-পাকিস্তান এবং শ্রীলঙ্কার দাপট রয়েছে । এই তিনটি দল ছাড়া আর কোনও দল এখনও পর্যন্ত এশিয়া কাপের ট্রফি জিততে পারেনি । বাংলাদেশ এবং আফগানিস্তান ও এশিয়া কাপ জিততে পারেনি। এছাড়া নতুন দলগুলি যারা টুর্নামেন্টে অন্তর্ভুক্ত হচ্ছে, তারাও এশিয়া কাপের খেতাব জিততে ব্যর্থ।