Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Entertainment

1 month ago

Shruti Haasan: ‘অপর্ণা সেনের জন্যই শিখেছেন বাংলা’ – শ্রুতি হাসান ফাঁস করলেন বাবা কমল হাসন-র অজানা রোমান্সের গল্প!

Kamal Haasan; Aparna Sen
Kamal Haasan; Aparna Sen

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভারতের প্রখ্যাত অভিনেতা কমল হাসন  শুধু তার অভিনয় দক্ষতার জন্যই পরিচিত নন, বরং বিভিন্ন ভাষায় পারদর্শিতার জন্যও তিনি প্রশংসিত। তামিল, হিন্দি, তেলেগু, কন্নড়, মালায়ালম, বাংলা এবং ফরাসি ভাষায় সাবলীল কমল হাসন। তবে সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, তার বাংলা শেখার পেছনে ছিল এক বিশেষ ব্যক্তিগত কারণ।  

শ্রুতি হাসান সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, "আপনি জানেন কেন বাবা বাংলা শিখেছিলেন? কারণ তখন তিনি অপর্ণা সেনের প্রেমে পড়েছিলেন এবং তাকে মুগ্ধ করতে বাংলা শিখেছিলেন। তিনি সিনেমার জন্য বাংলা শেখেননি।" এই মন্তব্যে ক্যামেরার সামনে প্রকাশ পেয়েছে, যে ভাষার প্রতি তার আগ্রহ ছিল এক ব্যক্তিগত প্রেরণা থেকেই। শ্রুতি আরও জানান, তার বাবা ‘হে রাম’ সিনেমায় রানি মুখার্জির চরিত্রের নাম রেখেছিলেন ‘অপর্ণা’। চরিত্রটি ছিল একটি বাঙালি মহিলার, যা কমল হাসনের অপর্ণা সেনের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন।  

প্রসঙ্গত, অপর্ণা সেন একজন প্রখ্যাত অভিনেত্রী ও পরিচালক। তার অভিনয় দক্ষতা ও পরিচালনার জন্য বহু পুরস্কারে ভূষিত হয়েছেন এবং তিনি পদ্মশ্রী পুরস্কারও অর্জন করেছেন।  শ্রুতি হাসান সম্প্রতি লোকেশ কানাগরাজ পরিচালিত  ‘কুলি’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। এই সিনেমাটি ১৪ আগস্ট মুক্তি পেয়েছে এবং বিশ্বব্যাপী ৪০০ কোটি টাকা আয় করেছেন। বর্তমানে এটি বক্স অফিসে সফলভাবে চলছে। 

শ্রুতি হাসানের এই তথ্য সম্প্রতি প্রকাশিত সাক্ষাৎকার থেকে জানা গেছে, যা চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

You might also like!