Country

1 week ago

Yogaguru Ramdev:যোগ সমস্ত রোগের একমাত্র নিরাময় : যোগগুরু রামদেব

Yogaguru Ramdev
Yogaguru Ramdev

 

হরিদ্বার, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে যোগ অনুশীলন করলেন যোগগুরু বাবা রামদেব। যোগ অনুশীলনের গুরুত্বও তুলে ধরলেন তিনি। যোগগুরু বাবা রামদেব বলেছেন, যোগ হল সমাজের সমস্ত রোগ ও সমস্যার নিরাময়।

শুক্রবার গোটা দেশে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়েছে। দেশের নানা প্রান্তে বহু মানুষ যোগ অনুশীলন করেন। উত্তরাখণ্ডের হরিদ্বারে যোগ অনুশীলন করেন রামদেব। বিপুল সংখ্যক মানুষকে যোগ অনুশীলনে নেতৃত্ব দেন তিনি। রামদেব বলেছেন, আমি প্রত্যেককে প্রতিদিন যোগ অনুশীলন করার আহ্বান জানাই...গত ১০ বছরে যোগ অনেক উন্নতি করেছে।"


You might also like!