International

3 months ago

Unrest Situation in Kenya:অগ্নিগর্ভ কেনিয়ায় সংঘর্ষে মৃত পাঁচ, ভারতীয়দের সতর্ক করল দূতাবাস

Kenya in turmoil
Kenya in turmoil

 

নাইরোবি, ২৬ জুন : মূল্যবৃদ্ধিতে জেরবার কেনিয়ায় অশান্তির স্ফুলিঙ্গ! কেনিয়ার রাজধানী নাইরোবি-সহ দেশের বিভিন্ন শহরে রাস্তায় প্রতিবাদীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মূল্যবৃদ্ধির জেরে জেরবার দেশবাসীর উপর চাপানো অতিরিক্ত করের বোঝার প্রতিবাদে অগ্নিগর্ভ পরিস্থিতি কেনিয়াতে। পুলিশের সঙ্গে সংঘর্ষে এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে কেনিয়াতে থাকা ভারতীয়দের সতর্ক করল সে দেশের ভারতীয় দূতাবাস। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বার না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার থেকেই কেনিয়ার বিভিন্ন জায়গা অশান্ত হয়ে উঠেছে। বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে পুলিশ। বিক্ষোভকারীদের আটকাতে জলকামান এবং কাঁদানে গ্যাস ছোড়ে তারা। কিন্তু তাতেও বিক্ষোভকারীদের হটাতে পারেনি। উত্তপ্ত জনতা দেশের পার্লামেন্টে ঢুকে পড়ে একাংশে আগুন ধরিয়ে দিয়েছে। পার্লামেন্টে আগুন ধরানোর ঘটনার পরই বিক্ষোভকারীদের হটাতে গুলি ছুড়তে শুরু করে পুলিশ। পুলিশের গুলিতে মৃত্যুর পাশাপাশি আহতও হয়েছেন অনেকে।


You might also like!