Game

2 months ago

IPL 2025: সচিন তেন্ডুলকরকে ছাড়িয়ে সাই সুদর্শনের রেকর্ড

Sai Sudharsan
Sai Sudharsan

 

কলকাতা, ৩ মে : এবারের আইপিএলে সাই সুদর্শনের ব্যাটে রানের জোয়ার চলছেই। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ঝড়ো ইনিংসের পথে ভারতীয় এই ব্যাটসম্যান স্পর্শ করেছেন দুটি মাইলফলক,গড়েছেন রেকর্ড। স্বীকৃত টি-২০ তে শুক্রবার সুদর্শন দুই হাজার রান পূর্ণ করেছেন ৫৪ ইনিংসে, ভারতের কোনও ব্যাটসম্যানের যা দ্রুততম আর গোটা বিশ্বে দ্বিতীয় দ্রুততম। ২০১১ সালে ৫৩ ইনিংসে দুই হাজারের ঠিকানায় পৌঁছে রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ার শন মার্শ।

ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে আগের রেকর্ডটি ছিল কিংবদন্তি সচিন তেন্ডুলকরের,লেগেছিল ৫৯ ইনিংস। এদিন আইপিএলে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম দেড় হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন সাই সুদর্শন। এখানেও তিনি ছাড়িয়ে গেছেন তেন্ডুলকরকে। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে দেড় হাজার পূর্ণ করতে তেন্ডুলকরের লেগেছিল ৪৪ ইনিংস। সুদর্শনের লাগল কেবল ৩৫ ইনিংস। চলতি আসরে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০০ রানের ঠিকানায় পৌঁছেছেন তিনি। ৫০.৪০ গড় আর ১৫৪.১২ স্ট্রাইক রেটে তার রান এখন ৫০৪। ১০ ম্যাচের ৫ টিতেই করেছেন অর্ধশত রান ।

You might also like!