কলকাতা, ৬ মে : মঙ্গলবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে গুজরাট টাইটানস মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ানস। উভয় দলই মঙ্গলবার তাদের জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে নামবে। পয়েন্ট তালিকায় মুম্বই আছে ৩ নম্বরে(১১/১৪) আর গুজরাট টাইটানস আছে ৪ নম্বরে (১০/১৪)।
টুর্নামেন্টে তাদের হেড-টু-হেড রেকর্ডটা দেখে নিন:
আইপিএলে এমআই বনাম জিটি হেড-টু-হেড রেকর্ড:
খেলা ম্যাচ: ৬টি
মুম্বই ইন্ডিয়ানস জিতেছে : ২টি
গুজরাট টাইটানস জিতেছে : ৪টি
শেষ ফলাফল: গুজরাট টাইটানস ৩৬ রানে জয়ী (মার্চ, ২০২৫)
আইপিএলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে এমআই বনাম জিটি হেড-টু-হেড রেকর্ড:
খেলা ম্যাচ: ১টি
মম্বই ইন্ডিয়ানস জিতেছে : ১টি
গুজরাট টাইটানস জিতেছে : ০
শেষ ফলাফল : এমআই ২৭ রানে জয়ী (মে, ২০২৩)
আইপিএলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে এমআই রেকর্ড:
খেলা ম্যাচ : ৯০টি
জিতেছে : ৫৫টি
হার : ৩৪টি
টাই : ১টি
সর্বোচ্চ স্কোর: আরসিবি বনাম এমআই-এর ২৩৫/১ (মে, ২০১৫)
সর্বনিম্ন স্কোর: ৬৭/১০, কেকেআর বনাম এমআই (মে, ২০০৮)