লিভারপুল, ২৮ এপ্রিল : মুকুট পুনরুদ্ধার নিশ্চিত করতে একটি পয়েন্ট হলেই চলতো লিভারপুলের। ড্র হয়নি, পরিষ্কার ৫-১ গোলে টটেনহ্যামকে হারিয়ে প্রিমিয়ার লিগে রবিবার চ্যাম্পিয়ন হল লিভারপুল। লিভারপুলের শুরুটা কিন্তু ভালো হয়নি। দমিনিক সোলাঙ্কির গোলে পিছিয়ে পড়েছিল তারা। গোল খাওয়ার পর তেতে ওঠে লিভারপুল। এরপর একের পর এক আক্রমণে গিয়ে একে একে টটেনহ্যামের জালে বল পাঠান লুইস দিয়াস,আলেক্সিস মাক আলিস্তের,কোডি হাকপো ও মহম্মদ সালাহ।
চলতি প্রিমিয়ার লিগ মরসুমে এটি সালাহের ২৮ তম গোল। শীর্ষ গোলদাতার আসনে নিজের অবস্থান আরও ভালো করলেন তিনি। সেই সঙ্গে ১৮৫তম গোল করে প্রিমিয়ার লিগের সর্বকালের শীর্ষ গোলদাতাদের তালিকায় সার্জিও আগুয়েরোকে টপকে পঞ্চম স্থানে জায়গা করে নিলেন এই মিশরীয় তারকা। ইংলিশ ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় এই নিয়ে মোট ২০ বার চ্যাম্পিয়ন হল লিভারপুল। স্পর্শ করল চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ড। ৪ ম্যাচ বাকি থাকতে চ্যাম্পিয়ন হয়ে যাওয়া লিভারপুলের ২৫ জয় ও ৭ ড্রয়ে পয়েন্ট ৮২। সমান ৩৪ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।