নিউইয়র্ক, ২৪ জুলাই : রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত হরিশ পি. প্যালেস্টাইন-সহ মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের ত্রৈমাসিক উন্মুক্ত আলোচনায় ভারতের বক্তব্য উপস্থাপন করেছেন। মাধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসঙ্ঘে বিশেষ বার্তা দিয়েছে ভারত, বরাবরের মতো সংলাপ ও কূটনীতিতেই জোর দিয়েছে নতুন দিল্লি। হরিশ পি. বলেন, "সামনের পথ স্পষ্ট এবং ভারত এই বিষয়ে ধারাবাহিকভাবে কাজ করে আসছে। চলমান মানবিক দুর্ভোগ অব্যাহত রাখতে দেওয়া উচিত নয়। নিরাপদ, সুস্থায়ী এবং সময়োপযোগীভাবে মানবিক সহায়তা প্রদান করা প্রয়োজন। শান্তির কোনও বিকল্প নেই। যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। সমস্ত পণবন্দিকে মুক্তি দিতে হবে। এই লক্ষ্য অর্জনের জন্য সংলাপ এবং কূটনীতিই একমাত্র কার্যকর পথ। অন্য কোন সমাধান বা সুরাহা নেই।"